খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হবে ৩০ দিনের মধ্যে
১৩ অক্টোবর ২০১০২২ দিন শুনানির পর বিচারপতি নাজমুন আরা সুলতান ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন৷ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী৷ অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই রায়ের ফলে নিজস্ব সম্পত্তি ফিরে পাবে সেনাবাহিনী৷
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেয় ২০০৯ সালের ২০শে এপ্রিল৷ এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩রা মে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া৷ পরে ৭ ও ২৪শে মে আরো দু‘দফায় খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়৷ এর বিরুদ্ধে রিট করলে ২০১০ সালের ২৭শে মে আদালত নোটিশের কার্যকারিতা স্থগিত করে৷ সবশেষে বুধবার খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিল আদালত৷ যা সংবাদ মাধ্যমকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷
এদিকে, এই রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী টিএইচ খান বললেন, আদালতের রায়ে তারা ক্ষুদ্ধ ও হতবাক৷ তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন৷
রায় ঘোষণা নিয়ে আদালত চত্বরে ছিলো ব্যাপক নিরাপত্তা৷ তবে রায় শোনার পরপরই আদালত চত্বরে মিছিল ও বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক