ক্যামেরুনে ৭৮ শিক্ষার্থীকে অপহরণ
৫ নভেম্বর ২০১৮ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের এনকোয়েন নামের স্কুলটিতে রোববার অপহরণের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় গভর্নর দেবেন চোফো জানিয়েছেন৷ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ ইংরেজিতে কথা বলেন৷ এ অঞ্চলের রাজধানী বামেনদার কাছেই এনকোয়েন গ্রাম৷ গ্রামের যে স্কুলটি থেকে শিশুদের অপহরণ করা হয়, সেটি একটি খ্রিস্টান প্রেসবাইটেরিয়ান চার্চের স্কুল৷
ঘটনার পর সামাজিক গণমাধ্যমে অপহরণের একটি ভিডিও ছড়িয়ে দেয়া হয়৷ অপহরণকারীরা নিজেদের ‘আমবা বয়েজ' বলে পরিচয় দিয়ে থাকেন৷ মূলত ক্যামেরুনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমবাজোনিয়া নামের একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চান এই বিচ্ছিন্নবাদীরা৷
ভিডিওতে স্কুলের কয়েকজন বালককে নিজেদের নাম ও পিতামাতার নাম বলতে বাধ্য করা হয়৷ তারা বলে যে, আমবা বয়েজ তাদের রোববার অপহরণ করেছে৷ তবে কোথায় রাখা হয়েছে, তা তারা জানে না৷
অপহরণকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিশু-কিশোরদের জিম্মি করে রাখা হবে বলে জানিয়েছে৷
‘‘দাবি আদায় হলেই কেবল আমরা তোমাদের ছাড়ব৷ আপাতত তোমরা এখানেই স্কুল করবে,'' নিজেদের আমবা বয়েজ বলে পরিচয় দেয়া এক ব্যক্তি বলেন৷
ভিডিওটির সত্যতা যাচাই করা না গেলেও কিশোরদের বাবা-মায়েরা সন্তানদের শনাক্ত করেছেন এবং সামাজিক গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন৷
গত বছর ক্যামেরুনের এ অঞ্চলে মিলিটারি ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছেন৷ এখানে বিচ্ছিন্নতাবাদীরা ইংরেজি ভাষায় কথা বলেন৷ তাদের অভিযোগ, দেশে এই অ্যাংলো ক্যামেরুনিয়ানরা সংখ্যালঘু হওয়ায় ফ্রেঞ্চ ভাষাভাষি সরকার তাদের শোষণ করছে৷
বিচ্ছিন্নতাবাদীরা এই অভিযোগ তুলে অস্ত্র হাতে নিয়েছেন৷ তারা আমবাজোনিয়া নামের আলাদা রাষ্ট্র চান৷
গত সপ্তাহেই বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রাবার বাগানে ঢুকে শ্রমিকদের আঙুল কেটে দিয়েছেন৷ কারণ, শ্রমিকরা বাগানে কাজ না করার আদেশ অমান্য করেছেন৷
এর আগে বেমানদায় বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনীর গোলাগুলির মাঝে পড়ে এক অ্যামেরিকান মিশনারি নিহত হন৷
গত মাসে ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া সপ্তমবারের মতো নির্বাচিত হওয়ার পর আবারো সহিংসতা শুরু হয় ক্যামেরুনে৷
জেডএ/এসিবি (এপি)