কোভিড ইনকোয়ারি: সুনাক বলেছিলেন ‘মানুষকে মরতে দিন’
২১ নভেম্বর ২০২৩সোমবার এক ইনকোয়ারি বা অনুসন্ধানে তার এই বক্তব্য তুলে ধরা হয়েছে৷
যুক্তরাজ্য কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে তা নিয়ে অনুসন্ধান চলছে৷ সেখানে করোনার সময় যু্ক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করা প্যাট্রিক ভ্যালেন্সের একটি ডায়েরি দেখানো হয়৷ ডায়রিতে ২০২০ সালের ২৫ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী সুনাকের মধ্যকার বৈঠকের উল্লেখ আছে৷
জনসনের সবচেয়ে ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের কাছ থেকে শোনা কথা ডায়রিতে লিখে রাখেন ভ্যালেন্স৷ জনসন ও সুনাকের মধ্যে বৈঠকের সময় তিনি ঐ মন্তব্য শোনেন বলে কামিংস ভ্যালেন্সকে জানান৷ ডায়রির লেখাটি অনুসন্ধান চলার সময় দেখানো হয়েছে৷
কামিংসকে উদ্ধৃত করে ভ্যালেন্স ডায়রিতে লিখেছেন, ‘‘ঋসি মনে করেন মানুষকে মরতে দাও, এবং এটা ঠিক আছে৷ নেতৃত্বের পুরো অভাব আছে বলে মনে হয়েছে৷''
সুনাকের মুখপাত্র জানিয়েছেন, তিনি (সুনাক) যখন অনুসন্ধান কমিটির মুখোমুখি হবেন তখন প্রমাণ দেবেন৷
করোনায় যুক্তরাজ্যে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন৷ ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত অনুসন্ধান চলবে৷
এর আগে সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা সুনাককে ‘ড. ডেথ’ বলে আখ্যায়িত করেছিলেন৷ কারণ, ২০২০ সালের গ্রীষ্মে সুনাক ‘ইট আউট টু হেল্প আউট' কর্মসূচি চালু করেছিলেন৷ এর আওতায় পাব ও রেস্টুরেন্টের খাবারে ভর্তুকি দেওয়া হয়েছিল৷ তবে এই কর্মসূচি করোনা ছড়াচ্ছে বলে তখন এর সমালোচনা করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
জেডএইচ/কেএম (রয়টার্স)