কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠন করলো আদালত
২৭ সেপ্টেম্বর ২০১২বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে ২০০৭ সালে কর ফাঁকির মামলা করে জাতীয় রাজস্ববোর্ড৷ মামলায় বলা হয়, ২০০২ থকে ২০০৭ সালে তিনি মোট ৫২ লাখ ৩৯ হাজার টাকার আয় গোপন করে কর ফাঁকি দিয়েছেন৷ তবে এ মামলা দায়ের করার আগেই তিনি সরকারের বিশেষ অনুমতিতে কারাগার থেকে সামিয়ক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান৷ পরে তাঁর সাময়িক মুক্তির আদেশ বাতিল করা হলেও তিনি আর দেশে ফিরে আসেননি৷
আদালত পত্রিকায় বিজ্ঞাপণ দিয়ে তাঁকে দেশে ফিরে আসার নির্দেশ দিলেও তিনি দেশের বাইরেই থেকে যান৷ তাই আজ তাঁকে পলাতক দেখিয়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. জহিরুল হক কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করেন৷ যা ডয়চে ভেলেকে জানান পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার৷
অভিযোগ গঠনের শুনানির সময় কোকোর আইনজীবীরা আদালতে বক্তব্য দিতে চাইলেও আলদালত তা গ্রহণ করেন নি৷ তাঁর আইনজীবীরা অভিযোগ করেন যে, তাঁদের কথা বলতে না দিয়ে একতরফা শুনানির মাধ্যমে অভিযোগ গঠন করা হয়েছে৷ জবাবে পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বলেন, পলাতক আসামির এই মামলায় আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই৷
১লা নভেম্বর থেকে এই মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে৷ আইনজীবীরা জানিয়েছেন আরাফাত রহমান কোকো যদি এরপরও হাজির না হন, তাহলে তাঁর অনুপস্থিতেই এই মামলার বিচার কাজ শেষ হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারিত গুহ