কেরালায় বাড়ছে নিপা সংক্রমণ
১৫ সেপ্টেম্বর ২০২৩কেরালায় নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এখনো পর্যন্ত পাঁচজনের শরীরে ভাইরাসের সংক্রমণ মিলেছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকেই হাসপাতালে রাখা হয়েছে। এর জেরে সমস্ত স্কুল-কলেজে রোববার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে কোজিকোডে। সেখানেই নিপার প্রভাব সবচেয়ে বেশি। বস্তুত, আরো বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের শরীরে নিপা আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে ভারতে ১৯৯৯ সালে নিপার সংক্রমণ দেখা গেছিল। মাঝে এই ভাইরাস খুব বেশি দেখা যায়নি। গত কিছুদিন ধরে কেরালায় নতুন করে এর সংক্রমণ শুরু হয়েছে।
নিপার সংক্রমণ
অ্যামিসম্পটোমেটিক রোগী দেখা যেতে পারে। যাদের শরীরে নিপার সংক্রমণ থাকলেও তাদের শরীরে কোনো সিম্পটম নেই। একারণেই র্যানডম পরীক্ষার কথা বার বার বলা হচ্ছে।
ফুসফুসে সংক্রমণ। বহু ক্ষেত্রেই নিপার মূল সিম্পটম হলো ফুসফুসে সংক্রমণ। এর ফলে শ্বাসকষ্ট হতে পারে। জ্বর আসতে পারে। সঙ্গে মাথা ব্যথা, গায়ে হাতে পায়ে ব্যথাও হতে পারে।
নিপার থেকে এনকেফেলাইটিস হতে পারে। এনকেফেলাইটিসের লাস্ট স্টেজ পর্যন্ত হতে পারে নিপার প্রভাবে। যাদের মৃত্যু হয়েছে, তাদের দুইজনেরই এনকেফেলাইটিস হয়েছিল।
নিপা ছড়াোর সঙ্গে সঙ্গে রীতিমতো কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। কোজিকডে যেহেতু এর প্রভাব সবচেয়ে বেশি ফলে অঘোষিত লকডাউন চালু করা হয়েছে সেখানে। গোটা কেরালা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। খাবার থেকে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। একজনে থেকে আরেকজনের শরীরেও ছড়াতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে।
কেরালার অন্যান্য জেলায় এবং ভারতের অন্য রাজ্যে এখনো পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাব সেভাবে দেখা দেয়নি।
এসজি/জিএইচ (পিটিআই, এনএনআই, এনডিটিভি)