কেরালায় প্রার্থনাসভায় লাগাতার বিস্ফোরণ, মৃত তিন
৩০ অক্টোবর ২০২৩কালামাসেরি হলো কেরালার জনপ্রিয় পর্যটনস্থল কোচি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। সেখানে ক্রিশ্চানদের একটি প্রার্থনাসভা ছিল। তিনদিন ধরে তাদের অনুষ্ঠান চলছিল। রোববার ছিল তার শেষ দিন। সকালের প্রার্থনায় হাজার দুয়েক মানুষ যোগ দিয়েছিলেন। সেখানেই বেলা নয় টা ৫০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। এক মিনিটের মধ্যে পরপর তিনটি বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলেই দুইজন মারা যান। একটি ১২ বছর বয়সি মেয়ে পরে হাসপাতালে মারা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও ব্যাটারি পাওয়া গেছে। তার থেকে তাদের সন্দেহ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। টাইমার সেট করে বিস্ফোরণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি এনআইএ-ও এই ঘটনার তদন্ত করছে।
স্থানীয় সাংসদ হিবি ইডেন জানিয়েছেন, ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন। ১৮ জন আইসিইউতে আছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। একটি বিস্ফোরক হলের মাঝখানে রাখা ছিল। বিস্ফোরণের পর প্রচুর ধোঁয়া হয়। মানুষ আহতকে পালাতে থাকেন। তখন ভিড়ের চাপে বেশ কয়েকজন আহত হন।
দায় স্বীকার করে
পুলিশ জানিয়েছে, রোববারই এই ঘটনার দায় স্বীকার করে তাদের কাছে এক ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তার নাম ডমিনিক মার্টিন। তবে এই ব্যক্তিই বিস্ফোরণের পিছনে কিনা তা পুলিশ এখন তদন্ত করে দেখছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন।
কালামাসেরি পুলিশের এডিজি অজিত কুমার বলেছেন, ডমিনিক ত্রিশূরে কাডাকারা থানায় গিয়ে ঘটনার দায় স্বীকার করেন। পুলিশ এখন তার দাবি খতিয়ে দেখছে।
এই বিস্ফোরণের পর দিল্লি-সহ ভারতের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)