কেন এই ভয়ংকর ভূমিকম্পের কবলে চীন?
ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর-পশ্চিম চীন। মারা গেছেন ১১৮ জন। অনেকে আহত।
১৩ বছরে সবচেয়ে ভয়ংকর
গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প চীনে। সোমবার মধ্যরাতে গানসু ও কিনঘাই এলাকা কেঁপে ওঠে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িঘর। বসে যায় রাস্তাঘাট। এরপর মোট দশটি আফটারশক আসে।
মৃত ১১৮, আহত বহু
এখনো পর্যন্ত ১১৮ জনের মৃত্যুর খবর এসেছে। তবে মৃতের সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রচুর মানুষ আহত। অনেকে ধ্বসস্তূপের আটকে পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।
দুর্গত মানুষের দুরবস্থা
যারা বাড়ি ছেড়ে বাইরে আসতে পেরেছিলেন, তাদের অবস্থাও বেশ খারাপ। চীনে এখন প্রচণ্ড ঠান্ডা। তড়িঘড়ি করে বানানো আশ্রয়শিবিরে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে তারা আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচেন।
বেঁচে যাওয়া মানুষের বক্তব্য
চীনের টেলিভিশনে কিন জানিয়েছেন, ''আমি আমার পরিবারকে নিয়ে একদমে ১৬ তলা থেকে নিচে নেমে আসি। বেঁচে যাওয়া আরেক ব্যক্তি জানিয়েছেন, তিনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন মনে হচ্ছিল, তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তিনি উল্টে পড়ে যাবেন।
শি জিনপিংয়ের নির্দেশ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েক হাজার উদ্ধারকারীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন। ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বের করে আনছেন। শি জানিয়েছেন, উদ্ধারকাজে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মৃতের সংখ্যা তটা কম হয়, তার চেষ্টা করা হচ্ছে।
দুই কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ
চীনের সরকার ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্তদের জন্য দুই কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ করেছে। সরকার জানিয়েছে, যে জায়গায় ভূমিকম্প হয়েছে, তা পাহাড়ি এলাকা। ফলে দুর্গম। সেখানে ত্রাণ পৌঁছানোর কাজেও দেরি হচ্ছে।
কেন এই ভূমিকম্প?
চীনের নিচে অনেকগুলি টেকটনিক প্লেট আছে। ইউরেশিয়ান, ইন্ডিয়ান ও প্যাসিফিক প্লেট এখানে মিলিত হচ্ছে। তাই চীন খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা।