কুম্ভে মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগে সংসদে বিরোধী বিক্ষোভ
৩ ফেব্রুয়ারি ২০২৫সোমবার কুম্ভ নিয়ে বিরোধী দলের সাংসদরা লোকসভায় প্রবল বিক্ষোভ দেখালেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিরোধী সাংসদদের অভিযোগ, কুম্ভমেলায় পদপিুষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সরকার সত্য গোপন করছে।
২৯ জানুয়ারি কুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন মারা গেছেন বলে সরকার জানায়। কিন্তু বিরোধীদের অভিযোগ, আরো অনেক বেশি মানুষ মারা গেছেন। সরকার সেটা গোপন করতে চায়। প্রথমে তো সরকারের তরফ থেকে মৃত্যুর কথা জানানোই হয়নি বলে তারা অভিযোগ করেছেন।
গত বুধবার যোগী আদিত্যনাথ এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
কী হয়েছে লোকসভায়?
সোমবার লোকসভা শুরু হওয়ার পরই বিরেোধী সাংসদরা, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সাংসদরা ওয়েলে নেমে বলতে থাকেন, সরকারকে কুম্ভ নিয়ে জবাব দিতে হবে।
সংসদীয়মন্ত্রী কিরণ রিজিজু এবং স্পিকার ওম বিড়লা বারবার সাংসদদের নিজেদের জায়গায় গিয়ে বসতে বলেন। শান্ত হওয়ার অনুরোধ জানান। কিন্তু তাতে লাভ হয়নি।
স্পিকার ওম বিড়লা একবার আসাম থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বড়দলুইকে বলেন, ''মানুষ আপনাদের পার্লামেন্টে প্রশ্ন করতে পাঠিয়েছে, টেবিল ভাঙার জন্য পাঠায়নি। আপনি যদি সেটাই করতে চান, তাহলে আরো জোরে টেবিলে আঘাত করন। ভেঙে ফেলুন।''
স্পিকার এরপর বিজেপি সাংসদকে প্রশ্ন করার অনুমতি দেন। প্রবল হইচই ও স্লোগানের মধ্যে সভার কাজ চলতে থাকে।
কংগ্রেসের বক্তব্য
প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংসদ মানিকরাম ঠাকুর জানিয়েছেন, বিরোধীরা লোকসভায় মহাকুম্ভের ঘটনা নিয়ে আলোচনা করতে চেয়েছিল। কিন্তু সরকার রাজি হয়নি। তাই তারা প্রতিবাদ জানিয়েছেন।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই(