কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় রুশ হামলায় নিহত ১২
২৫ মে ২০২৫শনিবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তরাঞ্চলীয় জিটোমির, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ এবং পশ্চিমের তেরনোপিল শহরসহ বেশ কিছু জায়গায় আকাশপথে হামলা চালায় রাশিয়া৷ খবরে বলা হয়, এই সময়ে মোট ৩৬৭টি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া৷
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত তিন বছরের মধ্যে এটিই আকাশপথে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলা৷
ইক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেংকো জানান, হামলায় ১২ জন নিজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন৷ তিনি বলেন, ‘‘বেসামরিক নাগরিকদের উপর চালানো এটি একটি নিষ্ঠুর হামলা।’’
ইউক্রেনের এয়ার ফোর্স জানায়, রাতভর রাশিয়া মোট ২৯৮টি ড্রোন এবং ৬৯টি মিসাইল হামলা চালিয়েছে৷ এরমধ্যে ২৬৬টি ড্রোন ওবং ৪৫টি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের৷
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সরব হওয়ার আহ্বন জানান৷ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘অ্যামেরিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পুটিনকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন) উৎসাহিত করছে৷''
উল্লেখ্য, এমন এক সময়ে রাশিয়া এই হামলা চালিয়েছে যখন দুই দেশ বন্দি বিনিময় নিয়ে কাজ করছিল৷ উভয় দেশ মোট দুই হাজার বন্দিকে বিনিময় করার কথা রয়েছে৷ বিনিময়ের তৃতীয় ও শেষ দিনে এই হামলা চালিয়েছে রাশিয়া৷
আরআর/এডিকে (রয়টার্স)