কিশোর কুমারের বায়োপিকে রণবীর কাপুর
কলকাতা এসেছিলেন ছবির প্রচারে। রণবীর কাপুর জানালেন, তিনি কিশোর কুমারের বায়োপিক করছেন। সৌরভের বায়োপিক নিয়ে কোনো অফার আসেনি।
কিশোর কুমারের বায়োপিক
বলিউডে এখন বায়োপিক করার হিড়িক উঠেছে। কিন্তু কিশোর কুমারের বায়োপিক তৈরির পরিকল্পনা গত ১১ বছর ধরে রয়েছে। করবেন অনুরাগ বসু। রণবীর জানিয়েছেন, তিনিই কিশোর কুমারের অভিনয় করবেন। আর সেই বায়োপিকের কাজ এবার শুরু হবে।
সৌরভের বায়োপিক
জল্পনা ছিল, সৌরভের বায়োপিকও করবেন রণবীর। কলকাতায় এবার সৌরভের সঙ্গে সেই বিষয়েও কথা বলবেন। কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, এরকম কোনো অফার তার কাছে নেই। তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
নতুন প্রেমের ছবি
রণবীর তার নতুন ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর প্রমোশনের জন্য কলকাতায় এসেছিলেন। তার এই নতুন ছবি হলো রোম্যান্টিক কমেডি। 'জব উই মেট', 'ব্যান্ড বাজা বরাত'-এর মতো ছবি।
প্রযোজক এক
রণবীরের এই নতুন ছবির প্রযোজক এবং সৌরভের বায়োপিকের প্রযোজকও এক। লভ ফিল্মস। পরিচালক লভ রঞ্জনের সংস্থা। সেজন্য রণবীর কাপুরের সৌরভের বায়োপিক করা নিয়ে জল্পনা বেড়েছে। সৌরভ এর আগে বলেছিলেন, তার বায়োপিকে তিনি অভিনয়ের জন্য রণবীর কাপুরকেই চাইবেন।
সৌরভ-রণবীর ইডেনে
রণবীরের বর্তমান সিনেমার প্রচারের অঙ্গ হিসাবে রণবীর ও সৌরভ ইডেনে ক্রিকেটও খেলেন। সেখানে দুজনকে একসঙ্গে মাঠে দেখা গেল।
জার্সিতে সই
খেলার পর রণবীর সই করলেন সৌরভের জার্সিতে। সৌরভও সই করলেন রণবীরের জার্সিতে।