কাশ্মীরে নিষিদ্ধ অরুন্ধতী থেকে সুগতসহ বহু লেখকের বই
৮ আগস্ট ২০২৫জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর এই ২৫টি বই নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি চন্দ্রকার ভারতী এই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যের লেফটোন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশ অনুযায়ী এই ঘোষণাপত্র জারি করা হলো। এই ২৫টি বই প্রচারণামূলক এবং তার মাধ্যমে প্ররোচনা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এই বিজ্ঞপ্তিতে জারি হওয়ার পরেই কাশ্মীরের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালায় পুলিশ। যেখানে এই বইগুলি ছিল তা বাজেয়াপ্ত করা হয়। গত সপ্তাহে শ্রীনগরে শুরু হয়েছে বইমেলা। যার উদ্বোধন করেছিলেন স্বয়ং লেফটোন্যান্ট গভর্নর। সেই বইমেলাতেও বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ।
যে ২৫টি বই নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বুকার পুরস্কারজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়, বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু, সমাজবিজ্ঞানী সুমন্ত্র বসু, এজি নুরানির মতো বিশিষ্ট ব্যক্তিদের লেখা বই আছে। সুগত বসু এক সময় ভারতীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। তার যে বইটি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে, সেটি একটি সংকলন, যার ভূমিকাটি লিখেছেন সুগত। ডয়চে ভেলে তার সঙ্গে কথা বলতে চাইলেও আপাতত এবিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সুগত।
সুমন্ত্র অবশ্য বলেছেন, ''কাশ্মীরে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সবপক্ষের সমর্থনে, ১৯৯৩ সাল থেকে সে বিষয়ে কাজ করছি আমি। কীভাবে সহিংসতা বন্ধ করা যায়, যুদ্ধ পরিস্থিতি থেকে সুস্থ সমাজের দিকে এগোনো যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ কথা কাশ্মীরের প্রেক্ষিতেও সত্য, গোটা বিশ্বের সংঘাতময় জায়গাগুলির ক্ষেত্রেও সত্য। শান্তি প্রতিষ্ঠাই আমার কাজের একমাত্র লক্ষ্যবস্তু।''
বিশিষ্ট সাংবাদিক শুভাশিস মৈত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''আজকালকার দিনে এই ধরনের কাজ অর্থহীন। সব বই এখন ইন্টারনেটে পাওয়া যায়। তবে এই কাজের মাধ্যমে সরকার তার মানসিকতা আরো স্পষ্ট করে দিলো।''
বস্তুত, শুভাশিসের বক্তব্য, একই দেশের অন্য রাজ্যে এই বইগুলি নিষিদ্ধ নয়। শুধুমাত্র কাশ্মীরে নিষিদ্ধ। তাহলে কি ধরে নিতে হবে যে, কাশ্মীরে যা প্রচারমূলক এবং প্ররোরচনামূলক বাকি দেশে তা নয়!
প্রশাসনের অবশ্য বক্তব্য, এই বইগুলি বিচ্ছিন্নতাবাদকেও মদত দেয়। এখানে যা বলা হয়েছে, তা সত্য নয়। সে কারণেই এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান কেন্দ্রীয় সরকারের সঙ্গে লেখক অরুন্ধতী রায়ের দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। তার বিরুদ্ধে আন ল ফুল অ্যাক্টিভিটিস প্রিভেশন আইন বা ইউএপিএ-তে মামলাও হয়েছে।