কাশ্মীরে ‘ইন্টারনেট এক্সপ্রেস’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১৬২ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে৷ তাই ইন্টারনেটের খোঁজে প্রতিদিন কয়েক ঘণ্টা রেলপথ পাড়ি দিচ্ছেন কাশ্মীরীরা৷
সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ
গতবছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের নরেন্দ্র মোদীর সরকার৷ এরপর বিক্ষোভ প্রতিরোধের নামে ঐ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়৷ এখনও তা অব্যাহত আছে৷ ফলে ১৬২ দিন ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না কাশ্মীরীরা৷ কোনো গণতান্ত্রিক সরকারের শাসনামলে ইন্টারনেট বন্ধ থাকার এটিই সবচেয়ে দীর্ঘ ঘটনা৷
ইন্টারনেটের খোঁজে
জম্মুর বানিহাল শহরে সরকার কয়েকটি ইন্টারনেট ক্যাফে খুলেছে৷ ট্রেনে করে সেখানে যাতায়াতে প্রতিদিন কয়েক ঘণ্টা সময় লাগে৷ কিন্তু তাতে কী! অনেক কাশ্মীরী সেটিই করছেন৷ কারণ ইন্টারনেটতো ব্যবহার করতে হবে৷ ছবিতে বানিহাল স্টেশনে যাত্রীদের দেখা যাচ্ছে৷
‘ইন্টারনেট এক্সপ্রেস’
যে ট্রেনে করে কাশ্মীরীরা বানিহাল যাতায়াত করেন সেটির নাম তাঁরা দিয়েছেন ‘ইন্টারনেট এক্সপ্রেস’৷ এক ঘণ্টা ইন্টারনেট ব্যবহারের জন্য ৪.২ ডলার বা সাড়ে তিনশ টাকা খরচ করেন তাঁরা৷
‘এই সুযোগ হাতছাড়া করা যায় না’
১৮ বছর বয়সি আবরার আহমেদ বানিহালের ইন্টারনেট ক্যাফেতে গিয়ে অনলাইনে চাকরির আবেদন জমা দিয়েছেন৷ থমসন রয়টার্স ফাউন্ডেশনকে তিনি জানান, ইন্টারনেট ব্যবহারের এই সুযোগ হাতছাড়া করার উপায় নেই৷ কারণ পরিবার চালাতে তাঁকে একটি চাকরি পেতেই হবে৷ গতবছর রাজমিস্ত্রি বাবা দুর্ঘটনায় এক পা হারানোর পর ছয় সদস্যের পরিবার চালানোর দায়িত্ব এখন তাঁর কাঁধে৷
অনেক ভিড়
কাশ্মীরের বুড়গামে সরকার প্রতিষ্ঠিত একটি ইন্টারনেট ক্যাফের সামনের লাইন এটি৷
বিপুল আর্থিক ক্ষতি
কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মজিদ মীর জানিয়েছেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত ২.৪ বিলিয়ন ডলার বা প্রায় ২০ হাজার তিনশ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ চাকরি হারিয়েছেন প্রায় ৫০ হাজার জন৷
জেডএইচ/কেএম (থমসন রয়টার্স ফাউন্ডেশন)