কালীমূর্তির সঙ্গে ফটো শুটে অপু বিশ্বাস
সম্প্রতি উল্টোডাঙ্গায় একটি প্রতিমা তৈরির স্টুডিওতে কালীমূর্তির সামনে ফটো শুট করলেন অভিনেত্রী অপু বিশ্বাস।
দেবী কালীর সঙ্গে
এবার দুর্গাপুজোয় তাকে সিঁদুর খেলায় দেখা গেছে। কালীপুজোর আগেও কলকাতায় অভিনেত্রী অপু বিশ্বাস। গলায় জবাফুলের মালা, কপালে ত্রিনয়ন, একই রকমের শাড়িতে কালীমূর্তির পাশে অপু বিশ্বাস।
ত্রিনয়ন
অপু বিশ্বাসের কপালে ত্রিনয়ন আঁকা হচ্ছে। ত্রিনয়ন মানে তৃতীয় চোখ। দেবীমূর্তিতে থাকে এই ত্রিনয়ন। শাস্ত্র মতে, এই তৃতীয় চোখ অন্ধকার বিনাশ করে, অতীত, বর্তমান ও ভভিষ্যৎ দেখা যায় এবং দেখা যায় সৃষ্টি, স্থিতি, প্রলয়ও।
প্রদীপ হাতে
আলোকিত প্রদীপ হাতে ধরে রেখেছেন অপু বিশ্বাস। দীপাবলি আলোর উৎসব। এই আলোয় অন্ধকারকে দূর করার আরাধনা।
শিল্পীর সঙ্গে
উল্টোডাঙ্গার স্টুডিওতে প্রতিমা তৈরি করেন সনাতন রুদ্র পাল। সেই শিল্পীর সঙ্গে অপু বিশ্বাস। হাতে ধরা থালায় রয়েছে প্রতিমা তৈরির মাটি।
পুজোর মুখ
বেলেঘাটার বাঙালপাড়া জনকল্যাণ সমিতির পুজোর মুখ হলেন অপু বিশ্বাস। এই অভিনেত্রীকে সামনে রেখেই তারা প্রচার করেছেন।
কেন অপু বিশ্বাস?
পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, তারা দুই বাংলার সম্প্রীতি তুলে ধরতে চেয়েছেন। তাই তারা বাংলাদেশ থেকে কাউকে পুজোর মুখ করতে চেয়েছিলেন। অপু বিস্বাসকে পেয়ে তারা আনন্দিত।
টেনশনে অপু
নায়িকা জানিয়েছেন, তিনি যে কলকাতায় পুজোর মুখ হতে পারবেন, তা কখনো ভাবেননি। সেজন্যই কাজটা নিয়ে টেনশন করেছেন।
সনাতনী ঘরানা
মণ্ডপ থেকে শুরু করে সবই সনাতন ঘরানায়। অপুর সাজেও তার ছোঁয়া। এই ফটোশুট হয়েছিল গত ১১ অক্টোবর, অপু বিশ্বাসের জন্মদিনে।