কলকাতায় টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনের পাঁচশ দিন
পাঁচশ দিন ধরে কলকাতার রাজপথে বসে টেট চাকরিপ্রার্থীরা। রক্ত দিয়ে 'পাঁচশ দিনে'র পোস্টার লিখলেন আন্দোলনকারীরা।
লাগাতার পাঁচশ দিন
ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে টানা পাঁচশ দিন ধরে কলকাতার রাজপথে বসে আছেন এই বিক্ষোভকারীরা। চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
টেট পাস করেও চাকরি নেই
প্রাথমিক স্তরে পড়ানোর জন্য টেট পাস করতে হয় পশ্চিমবঙ্গে। এই চাকরিপ্রার্থীরা টেট পাস করেও চাকরি পাননি। সে কারণেই পাঁচশ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
মুখে কালি লেপে
মুখে কালি লেপে প্রতিবাদ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। কলকাতা ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছেন তারা।
নেতাদের কথা
বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা এসে দেখা করছেন তাদের সঙ্গে। পাঁচশ দিনের আন্দোলনে মঞ্চে গেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রক্ত দিয়ে পোস্টার
পাঁচশ দিনের পোস্টার হাতের রক্ত দিয়ে লিখেছেন আন্দোলনকারীরা। পিঠে চাবুক মেরে প্রতিবাদ জানিয়েছেন।
বয়সের সময়সীমা
সরকারি চাকরি পাওয়ার জন্য বয়সের একটি নির্দিষ্ট সময়সীমা আছে। চাকরিপ্রার্থীদের ভয়, এভাবে চলতে থাকলে তাদের বয়স পার হয়ে যাবে। তখন আর নতুন করে চাকরি পাওয়া যাবে না।
শিক্ষা দুর্নীতি এবং পশ্চিমবঙ্গ
টেট, এসএসসি-সহ শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়ে নাস্তানাবুদ পশ্চিমবঙ্গ। চাকরিপ্রার্থীরা আলাদা আলাদা জায়গায় আন্দোলনে বসেছেন। এসএসসি-প্রার্থীদের আন্দোলন হাজার দিন পার করেছে।