সুব্রত গোস্বামী কলকাতা
৪ অক্টোবর ২০২২বিজ্ঞাপন
এমনই কিছু তৎকালীন স্বচ্ছল, সম্ভ্রান্ত পরিবার যারা বনেদি পরিবার হিসেবে পরিচিত, বহুবছর ধরে তাদের পারিবারিক দুর্গাপূজা চালিয়ে আসছেন৷ এমনকি চারশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, এমন বনেদি বাড়ির পুজোও রয়েছে কলকাতা শহরের বুকে৷ এমনই বাছাই করা ১২টি বনেদি বাড়ির পুজো ঘুরে দেখল ডিডাব্লিউ৷