করোনার নিয়ম না মানতে সশস্ত্র গ্রুপের জার্মান নেতা আটক
৬ ডিসেম্বর ২০২৩মঙ্গলবার জার্মান তদন্তকারীর একটি দল ঐ ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানান৷ ৩৯ বছর বয়সি ইওয়াখিম টি. নামের ঐ ব্যক্তি মনে করেন, কোভিড-১৯ ঠেকাতে সরকারগুলো যে ব্যবস্থা নিয়েছে তা মানুষের মৌলিক অধিকার খর্ব করার অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে৷
অভিযোগ রয়েছে, ইওয়াখিম ‘প্যালাডিন' নামের একটি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলেন৷ তারা অস্ত্রের যন্ত্রাংশ তৈরি করেন এবং করোনা বিরোধী ব্যবস্থাগুলোর ওপর হামলার পরিকল্পনা করেন৷
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে এই সন্ত্রাসী সংগঠন তৈরি করেন তিনি৷ তার সঙ্গে ৫৬ ও ৬৩ বছর বয়সের আরো দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে৷
অভিযোগ রয়েছে, তারা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রের নানা অংশ তৈরি করতেন৷ হামলার প্রশিক্ষণও নিয়েছেন৷ তবে হামলার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানতে পারেনি পুলিশ৷ তাদের বিরুদ্ধে জার্মানির অস্ত্র আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে৷
ইওয়াখিমকে পর্তুগাল থেকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে জার্মানি৷ তবে কবে আনা যাবে, তা নিশ্চিত নয়৷
এই তিন ব্যক্তির বাড়ি জার্মানির দক্ষিণ-পশ্চিমে রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের ব্যর্নকাস্টেল-ভিটলিশ জেলায় বলে জানা গেছে৷
ইওয়াখিমের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র উৎপাদনের মামলায় জেল হলেও তা পরে খারিজ হয়ে যায়৷ তখন তিনি জার্মান সম্প্রচার সংস্থা এনডিআরে সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাস স্বাস্থ্য সংকটকে ‘রাজনীতিকরণ' করা হচ্ছে এবং ‘মূল শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে'৷
তখন তিনি একটি সশস্ত্র গোষ্ঠী প্রতিষ্ঠার কথা অস্বীকার করেছিলেন৷ তার আগে আদালতকে তিনি এটিও বলেছিলেন, মাস্ক পরতে অস্বীকার করায় তিনি ফিজিওথেরাপিস্টের চাকরি হারিয়েছেন৷
রিচার্ড কনর/জেডএ