‘ওপেনহাইমার' মুভির যৌন দৃশ্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া
২৬ জুলাই ২০২৩ঐ দৃশ্য সরিয়ে ফেলতে পরিচালক ক্রিস্টোফার নোলানের কাছে চিঠি লিখেছেন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷
‘ওপেনহাইমার' মুভিতে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে মূল চরিত্রকে গীতা থেকে শ্লোক উচ্চারণ করতে দেখা যায়৷ ‘‘এটি একশ কোটি সহনশীল হিন্দুর ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ, বরং এটি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সমান,'' পরিচালককে পাঠানো চিঠিতে লিখেছেন ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা উদয় মহুরকর৷
চিঠিটি তিনি টুইটারেরও প্রকাশ করেছেন৷ মহুরকর বলেন, একজন বিজ্ঞানীর জীবনের ‘এই অপ্রয়োজনীয় দৃশ্য' ছবিতে অন্তর্ভুক্ত করার প্রেরণা ও যুক্তি পরিষ্কার ছিল না৷
#BoycottOppenheimer এবং #RespectHinduCulture হ্যাশট্যাগ দুটি টুইটারে ট্রেন্ডি হয়েছে৷
ভারতের প্রখ্যাত ডানপন্থি গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ বলছে, মুভিটি হিন্দু সমাজের উপর ‘হামলা শুরুর' চেষ্টা৷ তারা ঐ দৃশ্য সরিয়ে ফেলারও আহ্বান জানিয়েছে৷
পরিষদের মুখপাত্র বিনোদ বানসাল বলেন, নির্মাতাদের উচিত বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া, কারণ তাদের অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)