এসসিও বৈঠক, পাক, চীন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গোয়ায়
১২ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এলেন। এসসিও বৈঠকে। এসেছেন চীন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও।
বিলাওয়াল ভুট্টো গোয়ায়
দীর্ঘদিন পর পাকিস্তানের কোনো মন্ত্রী ভারতে এলেন। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গোয়ায় আসেন। তারপর তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরে ফেলেছেন। পাক পররাষ্ট্রমন্ত্রীর ভারতে আসা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে তার আলোচনা।
ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্য়াং। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও চীনের উচিত বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে বের করা। জয়শঙ্কর ও গ্যাংয়ের মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে লাদাখ ও অরুণাচল সীমান্ত পরিস্থিতি এসেছে বলে সূত্র জানিয়েছে।
লাভরভ-জয়শঙ্কর কথা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাভরভ অবশ্য কিছুদিন আগেও দিল্লি এসেছিলেন। ইউক্রেন যুদ্ধে ভারত এখনো পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার নিন্দা করে কোনো ভোটাভুটিতে অংশ নেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে। রাশিয়া থেকে তারা সস্তায় প্রচুর তেল কিনছে। পশ্চিমা দেশগুলির অভিযোগ, ভারত রাশিয়ার পাশেই আছে। দিল্লি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে।
চীন-রাশিয়া কথা
এসসিও বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন লাভরভ ও গ্যাং। ইউক্রেন যুদ্ধে চীনও রাশিয়ার পাশে আছে বলে পশ্চিমা দেশগুলির অভিযোগ। চীনও রাশিয়ার কাছ থেকে সস্তায় প্রচুর তেল কিনছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিছুদিন আগেই মস্কো গিয়েছিলেন। তবে চীন শান্তির জন্য মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে। তাই লাভরভ-গ্যাং বৈঠক বাড়তি গুরুত্ব পেয়েছে।
এসসিও কী?
এসসিও মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ২০০১ সালে সাংহাইতে এর জন্ম। চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, পাকিস্তান ও ভারত হলো সদস্য দেশ। তাছাড়া পর্যবেক্ষক দেশও আছে। ভারত এবার এসসিও-র সভাপতি। তাই গোয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে।
গোয়ার রাস্তায়
গোয়ার বিভিন্ন রাস্তায়, গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে এই বোর্ড। সেখানে এসসিও সম্মেলনে আগত প্রতিনিধিদের স্বাগত জানানো হয়েছে।
মিডিয়া সেন্টার
দেশ-বিদেশের সাংবাদিকরা এসেছেন। তাদের জন্য তৈরি হয়েছে মিডিয়া সেন্টার।
নিখুঁত ব্যবস্থা
এই বৈঠকের জন্য অনেকগুলি জায়গায় অফিস তৈরি করা হয়েছে। মূল বৈঠক হচ্ছে পাঁচতারা হোটেলে। তাছাড়াও বেশ কয়েকটি জায়গায় অফিস করা হয়েছে। এই বৈঠক ঘিরে রীতিমতো ব্যস্ত গোয়া।