এশিয়াডে ভারতের পাঁচ সোনা, বাংলাদেশের একটি ব্রোঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০২৩মেয়েদের ক্রিকেটে ভারত সোনা পেয়েছে এবং বাংলাদেশ ব্রোঞ্জ। বংলাদেশের এটাই এখনো পর্যন্ত একমাত্র মেডেল।
ভারতের অবস্থা
বুধবার এশিয়ান গেমসর ষষ্ঠ দিনে ভারত এখনো পর্যন্ত আটটি মেডেল জিতে নিয়েছে।
বুধবার ৫০ মিটার রাইফেল শুটিংয়ে ৩ পজিশন-এ বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন ভারতের সিফট কাউর সামরা। ব্রোঞ্জ পেয়েছেন আশি চোকসি।
সিফট তিনটি বিভাগ মিলিয়ে ৩১২ দশমিক পাঁচ পয়েন্ট স্কোর করেন এবং সোনা জেতেন। এছাড়া ৫০ মিটার ৩ পজিশনসে দলগত বিভাগে রুপো পেয়েছে ভারত।
মেয়েদের ২৫ মিটার শুটিংয়ে দলগত বিভাগে সোনা পান মনু ভাস্কর, রিদম সাঙ্গোয়ান ও এশা সিং। পরে এশা ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন। শুটিংয়ে স্কিট বিভাগে ছেলেদের দল ব্রোঞ্জ পেয়েছে। শুটিংয়ে অনন্তজিৎ সিং লারুকা রুপো পেয়েছেন। সেলিংয়েও ব্রোঞ্জ পেয়েছে বিষ্ণু সারভানন।
মেয়েদের ক্রিকেটে শ্রীালঙ্কাকে হারিয়ে সোনা জিতেছে ভারত। অশ্বারোহণে ৪১ বছর পর সোনা জিতেছে ভারতীয় দল।
বাংলাদেশের ব্রোঞ্জ
বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।
বাংলাদেশের হকি দল জাপানের কাছে ৭-২ গোলে হারে। পরে পাকিস্তানের কাছেও তারা ৫-২ গোলে হেরে যায়। সেখানে তাদের লড়াই প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের ফুটবল দল ভারতের কাছে এক গোলে হেরেছে। তার আগে মিয়ানমারের কাছেও আত্মঘাতী গোলে হেরে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কিন্তু শেষ ম্যাচে তারা চীনকে ১-১ গোলে রুখে দিয়েছে।
পাকিস্তান
শুটিংয়ের একটি ইভেন্টে বশির ফাইনালে উঠেছিলেন। তবে মেহাক ফতিমা কোয়ালিফাইং পর্যায়ের বেড়া টপকাতে পারেননি।
স্কোয়াশে পাকিস্তানের মেয়েরা ভারতের মেয়েদের কাছে পরাজিত হয়েছে। ছেলেদের ভলিবলে পাকিস্তান ভারতকে হারিয়ে পঞ্চম স্থান পেয়েছে। টেনিসে মিক্সড ডবলসে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।
জিএইচ/এসজি (এএনআই, পিটিআই, এপি, রয়টার্স, ডেইলি স্টার)