এবার আশিতে শেষ বাংলাদেশ
১১ এপ্রিল ২০২২সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারটা স্পষ্ট হয়েছিল আগেই৷ চতুর্থ দিনে কতটা লড়াই করতে পারে দেখার বাকি ছিল তা৷ কিন্তু এবারও নিদারুণ আত্মসমর্পণই করলেন ব্যাটসম্যানরা৷
দিনের দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় ড্রেসিং রুমে ফেরার মিছিল৷ প্রথম ইনিংসে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন মুশফিক৷ এবার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন৷ মহারাজকে উইকেট উপহার দেন মাত্র এক রান তুলে৷
পরের ওভারে মহারাজ তুলে নেন মুমিনুলের উইকেট৷ অবশ্য অধিনায়ক উইকেট উপহার দিয়ে এসেছেন বললেও ভুল হবে না৷ জোর করে টেনে সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি৷ এরপর হার্মারকে স্লগ সুইপে উড়িয়ে ধরা পড়েন ইয়াসির৷ মহারাজকে মারতে গিয়ে আউট হন লিটন৷ শেষের আগে ২০ রান করে মিরাজ দলের রান বাড়িয়েছেন৷ তারপরও তিন অঙ্ক থেকে ২০ রান দূরে থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশ৷ ৩৩২ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা৷
সব মিলিয়ে দিনের প্রথম ঘণ্টায় ১৫ ওভারেরও কম সময়ের মধ্যেই শেষ হয় পোর্ট এলিজাবেথ টেস্ট৷ এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ ওভার ব্যাট করে ৫৩ রানে গুটিয়ে গিয়েছিলেন মুমিনুলরা৷ এবার সাড়ে চার ওভার বেশি খেলে ২৭ রান বেশি করেছে বাংলাদেশ৷
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ব্যাট আর বলে পার্টনারশিপ করতে না পারাকেই খারাপ খেলার কারণ হিসেবে উল্লেখ করেছেন৷
ওয়ানডে সিরিজ জয়ের পরসাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছিল৷ তবে বাংলাদেশ যে টেস্টে এখনও বড়ই ‘নাদান', ওয়ানডের সাফল্যের পর আবার তা স্পষ্ট বোঝা গেল৷ মুমিনুল ম্যাচ শেষে হতাশা নিয়েই বলেছেন, ‘‘একদিনের সিরিজ জেতাটা ইতিবাচক ছিল, কিন্তু দুঃখের বিষয় টেস্টে আমরা জিততে পারলাম না৷''
হতাশার এ ম্যাচে তাইজুলের নয় উইকেটই বলতে গেলে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি৷ সাউথ আফ্রিকার পক্ষে নয় উইকেট পেয়েছেন কেশব মহারাজও৷ মোট ১৬ উইকেট নেয়ায় সিরিজের সেরা খেলোয়াড়ও তিনি৷
সংক্ষিপ্ত স্কোর
সাউথ আফ্রিকা ১ম ইনিংস: ৪৫৩
বাংলাদেশ ১ম ইনিংস: ২১৭
সাউথ আফ্রিকা ২য় ইনিংস: ১৭৬/৬ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ২৭/৩) ২৩.৩ ওভারে ৮০ (মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ২৭, ইয়ানির ০, মিরাজ ২০, তাইজুল ০, খালেদ ০, ইবাদত ০*; মহারাজ ১২-৩-৪০-৭, হার্মার ১১.৩-১-৩৪-৩)৷
ম্যান অব দা ম্যাচ: কেশভ মহারাজ
ম্যান অব দা সিরিজ: কেশভ মহারাজ
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ক্রিকইনফো)