এবার আনিস খানের ভাইকে মারার চেষ্টা
ছাত্রনেতা আনিস খানের ভাই সালমান খান আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। পরিবারের অভিযোগ, আনিস মামলায় সাক্ষী হলেন সালমান। তাই তাকে মারার চেষ্টা হয়েছে।
আনিসের খুড়তুতো ভাই
আনিসের কাকার ছেলে সালমান খান। দুষ্কৃতীরা শুক্রবার টাঙ্গি দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে আনিস খান মারা যান। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়। এই হত্যার জন্য তারা পুলিশকে দায়ী করেছেন।
আসবাব বানান
সালমান আসবাবপত্র তৈরির কাজ করেন। আক্রান্ত হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আগেও চেষ্টা
সোমবার রাত ১২টা নাগাদ চারজন ব্যক্তি তাদের বাড়ির সামনে জড়ো হয়। তাদের মধ্যে একজন বাড়ির পিছনের গ্রিল টপকে ভিতরে ঢুকে পড়ে। সলমনের মা সেটা দেখতে পেয়ে চিৎকার করলে তারা চম্পট দেয়। নিরাপত্তার জন্য আমতা থানায় দুইবার লিখিত আবেদন করেছেন বলে জানালেন সালমানের বাবা আলেম খান। বললেন, ''থানা আমাদের কোনও নিরাপত্তা দেয়নি। ফাঁড়ির পুলিশ মাঝেমাঝে এসে দায় সেরেছে। যেদিন মেরেছিল সেদিন পুলিশ আসেনি”'' উপরে আমতা থানার ছবি।
স্ত্রীর বক্তব্য
সালমানের স্ত্রী হোসেনারা খাতুন। তার দাবি, ''ভীষণ আতঙ্কে রয়েছেন সকলে। আনিস হত্যার সাক্ষী সালমান, তাই হয়তো তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে।”
এই পথ দিয়েই
সালমানদের বাড়ির পিছনের এই পথ দিয়েই এসে অতর্কিত আক্রমণ চালায় হামলাকারীরা। সালমান তখন হাত মুখ ধুচ্ছিলেন।
প্রমাণ রাখতে
প্রমাণ যাতে না মুছে যায়, তাই ছেলের রক্তের দাগ চাপা দিয়ে রেখেছেন আলেম।
আনিসের বাড়ির কাছেই
সারদা দক্ষিণ খানপাড়ায় আনিসের খুড়তুতো ভাই সালমানের বাড়ি। আনিসের বাড়ির কাছেই। আনিসের মৃত্যুর পর এবার সালমানকে আক্রমণ করা হলো।
বাবার কথা
সালমানের বাবা আলেম খান ও মা শাহানারা বিবি। আলেম বললেন, ''রক্তাক্ত সন্তানকে হাসপাতালের বিছানায় কাচের বাইরে থেকে দেখতে হয়েছে, আমাদের ভেতরে ঢুকতে দেয়নি।''
কয়েক মাসের সন্তান
আক্রান্ত সালমানের কয়েক মাসের সন্তান কোলে মা শাহানারা বিবি। শাহানারা জানিয়েছেন, স্থানীয় নেতাকে নিরাপত্তা দিতে বাইরে পুলিশ বসে আছে, আর সেখান থেকে দশ কদম দূরে ছেলেকে কোপ লাগিয়ে পালায় হামলাকারীরা। কেউ ধরতে পারল না!
স্থানীয় মানুষের বক্তব্য
এলাকার মানুষের বক্তব্য, আনিস হত্যার প্রতিবাদ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিত সালমান। তাই হয়তো সালমানের ওপরে এই হামলা হলো।
আনিসের দাদার দাবি
আনিস খানের দাদা সাবির খান ডিডাব্লিউকে বলেছেন, সাক্ষীকে শেষ করে দিলেই সব ঝামেলা মিটে যাবে, তাই ওরা এটা করছে।
আনিসের বাবা যা বললেন
আনিসের বাবা সালেম খানের দাবি, শুক্রবার রাতে এক দল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তার উপর হামলা চালিয়েছে। তাকে টাঙি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আনিসের বাবা সেলিম খান।
উলুবেড়িয়া হাসপাতাল
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। এখানেই চিকিৎসাধীন সালমান। চিকিৎসকরা জানাচ্ছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
জমায়েত, প্রতিবাদ
আনিস মৃত্যু নিয়ে গণ-কনভেনশন, ইনসাফ সভা, ধরনা, কমিশনারেট ঘেরাও, এমন নানান কর্মসূচি এখনও চলছে। তবে এখনও ন্যায় মেলেনি বলে পরিবারের অভিযোগ। এর মাঝেই আনিসের ভাইকে আক্রান্ত হতে হলো।