শিক্ষক আন্দোলন
১১ জানুয়ারি ২০১৩এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনরত প্রাথমিক শিক্ষকদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাড়িয়ে দিয়েছে পুলিশ৷ আর তাঁদের তাড়াতে লাঠিপেটা ছাড়া ছোঁড়া হয়েছে ‘পেপার স্প্রে' বা মরিচের গুঁড়া৷ বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে থেকে উঠিয়ে দেয়ার পর, শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন৷
অন্যদিকে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়র উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার পর ছোঁড়া হয়েছে অ্যাসিড৷ এতে আন্দোলনরত দু'জন শিক্ষক গুরুতর আহত হয়েছেন৷ আর এই অ্যাসিডের জন্য দায়ী করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগকে৷ তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে৷
শিক্ষকদের আন্দোলন দমনের নামে মরিচের গুঁড়া এবং অ্যাসিড ছোঁড়ার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, এই নক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর নেই৷
তিনি বলেন, ‘‘মূল্যবোধের এই যে ধস ঠেকানো না গেলে জাতি হিসেবে আমরা অনেক ছোট হয়ে যাব৷'' তিনি মরিচের গুঁড়া এবং অ্যাসিড ছোঁড়ার ঘটনার তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান৷