বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, "এটা স্পষ্ট যে, এই সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না। তাদের সরকারে তিনজন সমন্বয়ক বা ছাত্র আছেন। সরকারের কেউ কেউ নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করছেন। যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে সেটা সরকারের থেকে নয়, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নয়। আর সরকারের কেউ কেউ সক্রিয় আছেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে ওই রাজনৈতিক দল গঠনে সময় দিতে।”
উল্লেখ্য, আসাদুজ্জামান রিপন যে তিনজন সমন্বয়কের কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের অন্যতম৷
আসাদুজ্জামান রিপনও মনে করেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষের চাওয়া হলো, একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন। সেই চাওয়াকে পুরণ করতে এই সরকারের কাজ আসলেই দিন দিন প্রশ্নের মুখে পড়ছে।''
তিনি জানান, ‘‘এই প্রশ্ন যদি জনগণের মধ্যে আরো আসে, তাহলে নিঃসন্দেহে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলবো।”