বিজ্ঞাপন
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, "আসলে বিনিয়োগ প্রতিশ্রুতি আর গ্রাউন্ড রিয়েলিটি আলাদা কথা। আমরা অতীতেও দেখেছি এই ধরনের সম্মেলনে অনেক প্রতিশ্রুতি আসে। কিন্তু শেষ পর্যন্ত বাস্তব বিনিয়োগ আসেনা। কারণ এখানে বিনিয়োগকারীদের তিক্ত অভিজ্ঞতা আছে।”
তিনি বলেন, "এখানে বিনিয়োগে বাধা কোথায় সেটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। এবারের সম্মেলনেও তা নিয়ে কথা হয়েছে। সরকার বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। যদি বাধা দূর হয় তাহলে তো বিদেশি বিনিয়োগ আসবে।”