একদিনে ২৩ উইকেট, ভারতের সাত ব্যাটার শূন্যতে আউট
ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি। একদিনে ২৩ উইকেট পড়লো।
সাউথ আফ্রিকা ৫৫ রানে অলআউট
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। কিন্তু ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিয়ে তাদের ইনিংস লাঞ্চের মধ্যে শেষ হয়ে যায়। মাত্র ৫৫ রান তুলতে পেরেছিলেন সাউথ আফ্রিকার ব্যাটাররা।
সিরাজের ছয় উইকেট
মহম্মদ সিরাজ নয় ওভারে ১৫ রান দিয়ে ছয় উইকেট নেন। টেস্টে সিরাজের সবথেকে ভালো বোলিং গড়। সিরাজের বল লাফিয়েছে, সুইং করেছে। নিখুত লেন্থে বল ফেলেছেন তিনি। তার ফলও পেয়েছেন। বুমরাহ দুইটি ও মুকেশ কুমার দুইটি উইকেট নেন।
ভারতের প্রথম ইনিংস
ভারতের ইনিংসের সূচনায় যশস্বী জয়সওয়াল কোনো রান না করে আউট হন। রোহিত ও শুভমন গিল ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন। রোহিত ৩৯ রান করেন। শুভমন করেন ৩৬। বিরাট কোহলি ৪৬ রান করে আউট হন। কিন্তু ভারতের ইনিংস শেষ হয় ১৫৩ রানে।
১১ বলে ছয় উইকেট
ভারতের স্কোর ছিল চার উইকেটে ১৫৩ রান। সেখান থেকে ১১ বলে ছয় উইকেট পড়ে যায়। স্কোরবোর্ডে একটাও রান যুক্ত হয়নি। ১৫৩ রানেই ইনিংস শেষ হয় ভারতের। এটাও একটা রেকর্ড।
সাত ব্যাটার শূন্য রানে আউট
ভারতীয় ইনিংসের সাত ব্যাটার কোনো রান করতে পারেননি। শূন্য রানে আউট হওয়ার তালিকাটি দীর্ঘ। জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার কোনো রান করতে পারেননি। এটাও একটা নতুন রেকর্ড। রাবাডা, এনজিডি, বার্গার তিনটি করে উইকেট নেন। সবচয়ে বেশি রান করেন বিরাট কোহলি।
সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
এরপর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা। রান করেছে ৬২। মুকেশ কুমার নিয়েছেন দুই উইকেট ও বুমরাহ একটি। এখনো সাউথ আফ্রিকা ৩২ রানে পিছিয়ে।
রেকর্ডের ছড়াছড়ি
সাউথ আফ্রিকা ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম ৫৫ রানে অল আউট হয়েছে। ভারতের শেষ ছয় উইকেট পড়েছে শূন্য রানে, সাউথ আফ্রিকার মাটিতে একদিনে ২৩ উইকেট পড়েছে, এ সবই নতুন রেকর্ড বা পুরনো রেকর্ডকে ছোঁয়া। একদিনে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার দখলে। সেখানে একদিনে ২৫ উইকেট পড়েছিল।