একদিনে ১৫৫ বার ভূমিকম্প, জাপানে মৃত ২৪
ঘরবাড়ি ভেঙে তছনছ। রাস্তার মাঝ বরাবর ফাটল। জাপানে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনো বহু মানুষ নিখোঁজ।
মৃতের সংখ্যা বাড়ছে
সরকারিভাবে এখনো মৃতের সংখ্যা আট বলা হচ্ছে। তবে গণমাধ্যমে মৃতের সংখ্যা বলা হচ্ছে ২৪। বহু মানুষ এখনো নিখোঁজ। সেনাবাহিনী উদ্ধারকাজে নেমেছে।
একদিনে ১৫৫ বার ভূমিকম্প
সোমবার জাপানের উপকূলবর্তী অঞ্চল ইশিকাওয়ায় সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়। এরপর ১৫৪ বার সেখানে এবং পার্শ্ববর্তী অঞ্চলে আফটার শক অনুভূত হয়। বছরের প্রথম দিনে কার্যত তছনছ হয়ে যায় এলাকা।
সুনামি সতর্কতা
ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই জারি হয় সুনামি সতর্কতা। উপকূল অঞ্চলে সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা কয়েক গুণ বেড়ে যায়। সব মিলিয়ে ঢেউয়ের উচ্চতা চার ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার জেরে স্থানীয় বন্দরে আগুন লেগে যায়। পরে অবশ্য সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
রাস্তার মাঝ বরাবর ফাটল
এভাবেই কার্যত দুই টুকরো হয়ে গেছে রাস্তা। ঘরবাড়ি ভেঙে তছনছ। বহু মানুষ এখনো নিখোঁজ।
ভয়াবহ ক্ষয়ক্ষতি
জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো বহু এলাকায় ঢোকাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কত মানুষের মৃত্যু হয়েছে।
পাশে বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, অ্যামেরিকা জাপানকে সাহায্য করার জন্য প্রস্তুত। জাপান জানালেই মার্কিন সাহায্য সেখানে পৌঁছে যাবে।
বিদ্যুৎ নেই, জল নেই
বহু শহরে জল নেই। ৪৫ হাজার ঘরে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে তাপমাত্রা শূন্যের কাছাকাছি। ফলে ঠান্ডায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
হাজার হাজার মানুষ গৃহহীন
অন্তত ৬২ হাজার মানুষকে আশ্রয়শিবিরে পাঠানো হয়েছে। সুনামি সতর্কতা জারি হওয়ার পর উপকূল থেকেও মানুষদের সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের এখন ফিরে যেতে বলা হয়েছে। দ্রুত গতিতে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)