বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে। কোন ধরনের প্রস্তুতি নেই।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান ডয়চে ভেলেকে বলেন, "বাংলাদেশ তো অত্যান্ত জনবহুল এলাকা। এখানবার রাস্তাঘাটগুলো খুবই সরু। আমরা যদি থাইল্যান্ড বা মিয়ানমারের সঙ্গে তুলনা করি তাহলে এমন একটি ভূমিকম্প বাংলাদেশে হলে তার ক্ষয়ক্ষতি হবে ব্যাপক।"
তিনি বলেন, "ভূমিকম্পের দুই ধরনের প্রস্তুতি আছে। একটা হলো, আমাদের জরুরি মুহুর্তে রেসপন্স করার ক্ষেত্রে কতটুকু প্রস্তুত আছি এবং আরেকটা হলো, আমাদের স্থাপনাগুলোকে দুর্যোগ সহনশীল করতে হবে। আর আমাদের প্রস্তুতিরও ঘাটতি আছে। এই কারণে যে, আমরা কিন্তু এই ধরনের দুর্যোগ এখনও মোকাবেলা করিনি। ফলে এটা নিয়ে আমাদের কোন অভিজ্ঞতা নেই। আমরা কিন্তু এগুলো থেকে শিক্ষা নিচ্ছি না। কোন একটা ঘটনা ঘটলে আমরা নড়েচড়ে বসি, কয়েকদিন পর সবাই ভুলে যান। আমাদের এখানে রাস্তাগুলো এত সরু যে, একটা অ্যাম্বুলেন্সও যেতে পারে না, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে কিভাবে? এক্ষেত্রে আমাদের রাজনৈতিক কমিটমেন্টও দুর্বল। একটা টাস্কফোর্স করা খুবই জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য। সেটাও হয়নি। এসবক্ষেত্রে সব পক্ষের গাফিলতি আমরা দেখি।”