উৎসবের আলো: টুইন টাওয়ার থেকে ভ্যাটিকান
শারদোৎসবের সময় মনোহর আলোয় সেজে ওঠে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ। আলোর কারিকুরিতে উজ্জ্বল হয় টুইন টাওয়ার থেকে ভ্যাটিকান।
আশ্চর্য আলোয় টুইন টাওয়ার
উৎসবের সময় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের শহর-গ্রামের মলিন চেহারা ঢেকে যায় উজ্জ্বল মায়াবী আলোয়। সে আলো বড়ই নয়নমনোহর। কলকাতার কাছেই কল্যাণীতে পুজোর মণ্ডপ হলো টুইন টাওয়ার। সেখানেই লাগানো হয়েছে এমন আলো।
কাচের উপর আলোর খেলা
এবারের দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ কল্যাণীর এই টুইন টাওয়ার ও তার আলো। মূলত কাচ দিয়ে তৈরি হয়েছে এই টুইন টাওয়ার। আর তাতে বাহারি আলোর প্রতিফলন একটা মায়াবী আবহ তৈরি করেছে। তা দেখতে ভেঙে পড়ছে ভিড়।
আলোর বিভ্রম
বরানগরের দাদাভাই সংঘের আলোয় এরকমভাবেই একটা জ্যামিতিক বিভ্রম তৈরি করা হয়েছে। দেখতে ভালো লাগে। সেই সঙ্গে আলোর জ্যামিতিক ভাঁজ একটা অন্য মাত্রা দেয়।
প্রতিফলন
কলকাতা লোল্যান্ডের পুজোয় প্রতিবারই আলোকসজ্জার অন্য আকর্ষণ থাকে। কারণ, এখানে জলে আলো প্রতিফলিত হয়ে আলাদা সৌন্দর্য সৃষ্টি করে। এবারও তাই হয়েছে।
ছোটদের মন মাতাতে
কলকাতার পুজোর আলোকসজ্জায় ছোটদের মন মাতাতে উপস্থিত টেডি বেয়ার। আলোর টেডি বাচ্চাদের মন ভোলায়।
আলোর গেট
অনেক পুজোতেই থাকে আলোর বাহারি গেট। এখানে যেমন খুব বেশি কারিকুরি করা হয়নি। শুধু এলইডি আলো ব্যবহার করে প্রবেশপথ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
মাটির আলো
কাশী বোস লেনের পুজোর থিম হলো মাটি। সেখানেই মানানসই আলো দিয়ে মানানসই মায়াময় পরিবেশ তৈরি করা হয়েছে।
ভ্যাটিকানের আলো
শ্রীভূমিতে এবার আকর্ষণ হলো ভ্যাটিকান। অপূর্ব মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে আলো দেয়া হয়েছে সেখানে। ফলে পুরো পরিবেশ বদলে গেছে। এই মণ্ডপের আকর্ষণে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন এই মায়ামহল দেখতে।