উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে অনুপস্থিত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০০৮সরকারের গোয়েন্দা নেটওয়ার্ককে কিভবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে মত বিনিময় হয় বৈঠকে৷
সরকারের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দিলেও, যোগ দেননি অভ্যন্তরিণ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল৷ দেশের বিভিন্ন শহরে ক্রমাগত জঙ্গি হামলা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার সমালোচনা হচ্ছে সরকার ও দলের মধ্যে৷ কথা উঠেছে, এই অনুপস্থিতি কী তাঁর ইস্তফা দেওয়ার পূর্ব লক্ষণ৷ যদিও কংগ্রেস পার্টির তরফে তা অস্বীকার করা হয়েছে৷
এদিকে, দিল্লী বিস্ফোরণকান্ডের জন্য স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির হাত আছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত৷ রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন গোপন আস্তানা থেকে পুলিশ সিমির ১৩ কর্মীকে আটক করেছে৷ পুলিশ বিশেষ করে খোঁজ করছে, সিমির কেয়ামত কাপাডিয়ার৷ দুদিন আগে সে দিল্লী এসেছিল এবং বিস্ফোরণের পরই গা ঢাকা দেয়৷ পুলিশ আজকালের মধ্যেই প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ করবে৷