ইরানের পরমাণু, চীনের মুদ্রা ও বিশ্ব জলবায়ু চুক্তির কথা বললেন ওবামা
১৭ নভেম্বর ২০০৯একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোপেনহেগেনে একটি বিশ্বচুক্তির লক্ষ্যে দুই দেশের একযোগে কাজ করার প্রত্যয়ের কথাও জানিয়েছেন ওবামা৷
চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে অবশ্যই দেখাতে হবে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও স্বচ্ছ৷ চীন সফরের তৃতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার একথা বলেছেন৷
একইসঙ্গে ইরানকে হুঁশিয়ার করে দিয়ে ওবামা বলেন, ‘‘ইরানের সামনে সুযোগ আছে নিজেদের শান্তিপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যকে তুলে ধরার৷ কিন্তু তারা যদি এ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তবে তাদেরকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে৷''
তবে, তাঁর পাশে দাঁড়িয়ে থাকা চীনা প্রেসিডেন্টের বক্তব্য ছিল আরও সতর্ক৷
জিনতাও বলেন, ‘‘আমরা উভয়ই জোর দিয়েছি যে, আন্তর্জাতিক পরমাণু বিস্তাররোধ চুক্তিকে আরও কার্যকর করতে হবে এবং সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট নিরসন করতে হবে, কেননা তা মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷''
প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক