ইরানকে বার্তা দিতে সিরিয়ায় মার্কিন বিমান হামলা
২৫ আগস্ট ২০২২ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির ক্ষেত্রে কিছু অগ্রগতির আভাস পাওয়া গেলেও মধ্যপ্রাচ্যে সে দেশের নানা কার্যকলাপ সম্পর্কে পশ্চিমা বিশ্বে অস্বস্তির শেষ নেই৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করতে ইরানের সেই ভূমিকার কড়া সমালোচনা করে শুধু পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে বিচ্ছিন্ন চুক্তি বাতিল করেছিলেন৷ বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনও ঘরে-বাইরে ইরানের প্রতি ‘নরম' মনোভাব দেখানোর কারণে চাপের মুখে রয়েছেন৷ সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়ে বাইডেন একইসঙ্গে ইরান ও তার সমালোচকদের স্পষ্ট বার্তা পাঠানোর চেষ্টা করলেন৷
মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী কলিন কাল সাংবাদিকদের বলেন, সিরিয়ায় ইরানের বিতর্কিত ‘রেভোলিউশনরি গার্ড বাহিনীর এক ঘাঁটির উপর রাতে মার্কিন বোমারু হেলিকপ্টার হামলা চালিয়েছে৷ তার দাবি, গত ১৫ই আগস্ট সেখান থেকেই সিরিয়ার দক্ষিণে আল-তানফ গ্যারিসনে হামলা চালানো হয়েছিল৷ সেখানে মার্কিন সৈন্যও মোতায়েন রয়েছে৷ কাল আরও বলেন, অ্যামেরিকা ইরান ও ইরান-সমর্থিত কোনো গোষ্ঠীর আক্রমণের মুখে আত্মরক্ষা করতে কখনো ইতস্তত করবে না৷ তিনি অবশ্য পরমাণু চুক্তি সংক্রান্ত চলমান আলোচনার সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন৷
সিরিয়ায় এই মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সে দেশের উত্তর-পূর্বে গ্রিন ভিলেজ ও কনোকো গ্যাস ফিল্ডের কাছে দুটি মার্কিন স্থাপনার উপর রকেট হামলা চালানো হয়েছে৷ মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সৈন্যদের পালটা হামলায় তিনটি যান ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে৷ সেই হামলায় দুই-তিন জন ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর সদস্য নিহত হয়েছে৷ কমান্ডের এক মুথপাত্র বলেন, অত্যন্ত ভেবেচিন্তে, সব ঝুঁকি বিবেচনা করেই এই হামলা চালিয়েছে৷ সিরিয়ার সরকার বিরোধী দুটি গোষ্ঠীর সূত্র অনুযায়ী মার্কিন হামলায় আয়াশ ক্যাম্পে ফাতিমিয়ুন গোষ্ঠীর বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছে৷ তাদের মধ্যে আফগানিস্তানের শিয়া যোদ্ধারাও ছিল৷ ইরাক সীমান্তে সেই এলাকার উপর এর আগে ইসরায়েলি বাহিনীও একাধিক হামলা চালিয়েছে৷ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী ফাতিমিয়ুন গোষ্ঠী ইরানের রেভোলিউশনরি গার্ড বাহিনীর আল কুদস ইউনিটের নেতৃত্বে সিরিয়ায় একাধিক সংঘর্ষে অংশ নিয়েছে৷
সিরিয়ায় মার্কিন সামরিক তৎপরতা সম্পর্কে ইরানও নীরব নেই৷ তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে ‘সিরিয়ার জনগণ ও সে দেশের অবকাঠামোর' উপর মার্কিন হামলার নিন্দা করেন৷ লক্ষ্যবস্তুর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ছিল না বলেও তিনি দাবি করেন৷ উল্লেখ্য, গোটা অঞ্চলে মার্কিন বাহিনীর উপর হামলার ক্ষেত্রে কোনো মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে ইরান তার সম্পর্ক অস্বীকার করে আসছে৷ অথচ হামলায় ব্যবহৃত অস্ত্র বার বার ইরানের মদতের ইঙ্গিত দিচ্ছে৷ সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুথপাত্র অ্যামেরিকার ‘সন্ত্রাসবাদী হামলা'-র তীব্র নিন্দা করে বলেন, এর মাধ্যমে সিরিয়ার সার্বভোমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে৷
এসবি/কেএম (এপি, এএফপি)