ইরাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবার হুমকি দিল ই ইউ
১২ মে ২০০৫ইরাণ যদি ই ইউর সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার হুমকিও শুনিয়েছে ই ইউর তিন প্রধান৷
ইউরোপীয় ইউনিয়নের তিন প্রধান শক্তি ফ্রান্স জার্মানী এবং ইংল্যান্ডের তরফ থেকে গতকাল কড়া ভাষায় একটি চিঠি হজম করতে হয়েছে ইরাণের পারমানবিক কর্মসূচির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হাসান রোহানিকে৷ চিঠিতে তিন ইউরোপীয় সুপার পাওয়ার স্পষ্ট জানিয়েছে, এই ত্রিশক্তির সঙ্গে পূর্বে স্বাক্ষরিত চুক্তির শর্ত্ত লঙ্ঘন করে তেহরান যদি কোনোরকম বাতিল করে রাখা পারমানবিক প্রকল্প ফের চালু করে তাহলে আর কোনো ক্ষমা নেই৷ এতদিন যে ইউরোপীয় ইউনিয়ন ইরাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যায় নি, এই ঘটনা শেষ পর্যন্ত ঘটে গেলে, ওয়াশিংটনের পথ ধরে এবার ই ইউ ও যাবে নিরাপত্তা পরিষদে৷ ভিয়েনায় গতকাল ই ইউর দপ্তর সূত্রে এই চিঠির বিষয়ে অবহিত করা হয়৷ বলা বাহুল্য, এই চিঠির প্রতিলিপি তেহরানকেও পাঠানো হয়েছে৷ তবে তেহরানের কাছে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া শোনা যায় নি এ প্রসঙ্গে৷
২০০৪ সালের নভেম্বর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রান্স ইংল্যান্ড এবং জার্মানী ইরানের সঙ্গে তাদের পারমাণবিক পরিকল্পনা স্থগিত রাখা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে৷ ওই চুক্তিতে যে সমস্ত শর্ত্ত রাখা হয়েছিল, সম্প্রতি তেহরান তার কয়েকটি লঙ্ঘন করার সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে নতুন করে ইরাণের পারমাণবিক উচ্চাশা নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ ইরাণ বারবার দাবি করে আসছে, তারা শুধুমাত্র বিদ্যুত্ শক্তি উত্পাদন করার কাজে পারমাণবিক প্রকল্প চালু করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নজরদারি সংস্থা আই এ ই এ র অভিযোগ, গোপনে পারমাণবিক অস্ত্র বানাবার প্রস্তুতি নিয়ে চলেছে ইরাণ৷ এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, আই এ ই এর পরিদর্শকরা ইরাণের অভ্যন্তরে তাঁদের অনুসন্ধান চালিয়ে যে প্রামাণ্য তথ্য দাখিল করেছিলেন, তাতেও এ বিষয়ে স্পষ্ট আশঙ্কাকা জ্ঞাপন করা হয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরাণের পরমাণু পরিকল্পনা সংক্রান্ত আলোচনা বর্ত্তমানে স্থগিত হয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমশই জটিল চেহারা নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ই ইউ - ইরাণ চুক্তিটি যেহেতু ফ্রান্সেই স্বাক্ষরিত হয়েছিল, সেই সুবাদে ফরাসী পররাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি Cecile Pozzo গতকাল প্যারিসে জানান, তেহরাণ অবিলম্বে আলোচনার টেবিলে বিষয়টির সন্তোষজনক সমাধানে আসুক, প্যারিস সেরকমই আশা করছে৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়